বিয়ের পিঁড়িতে বসছেন শুভমান গিল, সারা নয় বরং এই ‘সুন্দরীর’ সাথে ঘুরবেন সাতপাক !! 1

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস একটি জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত টাইটান্স। কালকের ম্যাচের নায়ক ছিলেন গুজরাত দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনি। শুভমন গিলের ক্যারিয়ার এখন ঊর্ধ্বমুখী, তেমনই তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার কোনো শেষ নেই। কখনও বলিউড অভিনেত্রী সারা আলী খান আবার কখনও কখনও পঞ্জাবি ছবির নায়িকা অবনীত কৌরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে, সচিন কন্যা সারার সঙ্গে শুভমানের গুঞ্জন যেন শেষ হওয়ার মতন নয়।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্কের জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ভারতীয় দল কিংবা আইপিএলের বিভিন্ন ম্যাচে সারাকে শুভমানের খেলা দেখতে দেখা গিয়েছিল। মরিসনের এই প্রশ্নের পর এবার জল্পনা আরও বেড়ে গেল। যদিও, এখনও পর্যন্ত দুজনের কেউ তাদের সম্পর্কের খোলাসা এখনও করেননি। তবুও সারা ও শুভমানের সম্পর্ক নিয়ে জল্পনা এখনও কমেনি। সম্প্রতি গিল ও সারা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। শুধু তা-ই নয়, দিন কয়েক আগেই সারা একটি ইঙ্গিত পূর্ণ পোস্টও করেছিলেন ইনস্টাগ্রামে। তিনি লিখেছিলেন, ‘‘আমাকে বোকা বানাতে পারবে না।’’ তবে কাকে উদ্দেশ্য করে সারা এমন লিখেছেন তা জানা যায়নি।

Read More: Shubman Gill: বল পরিবর্তন নিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ালেন শুভমান গিল, ভাইরাল ভিডিও !!

বিয়ের কথা জানিয়ে দিলেন শুভমান

ipl-2025-shubman-gill-taking-a-pay-cut
Shubman Gill | Image: Getty Images

প্রসঙ্গত, ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্স (KKR vs GT) ম্যাচে টসের সময় শুভমান গিলকে অদ্ভুত এক প্রশ্ন করেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। শুভমান গিলকে (Shubman Gill) তিনি জিজ্ঞাসা করেন, “তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে ?” জবাবে শুভমান হেসে বলেন, “না,না, তেমন কিছু নয়।” শুভমানের জবাবে হাসি ধরে রাখতে পারেননি মরিসনও।

শুভমান গিলের (Shubman Gill) কথা বলতে গেলে, এবারের আইপিএলে ব্যাট হাতে রান পেয়েছেন তিনি। চলতি মৌসুমে শুভমান ব্যাট হাতে, ৮ ইনিংসে ৪৩.৫৭ গড়ে এবং ১৫৩.২৭ স্ট্রাইক রেটে তিনটি অর্ধশতরান সহ ৩০৫ রান বানিয়েছেন। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, ক্যাপ্টেন হিসাবেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান। চলতি মৌসুমে ৩৯ ম্যাচের পরিসমাপ্তির পর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে গুজরাত টাইটান্স।

Read Also: চলতি আইপিএলেই বড় সিদ্ধান্ত সৌরভ গাঙ্গুলির, সরিয়ে নিলেন নাম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *