"ওদের জন্যেই হেরেছি..", ম্যাচ হেরে বিরাট-রোহিতকে তুলোধোনা করলেন অধিনায়ক শুভমান গিল !! 1

ওডিআই ক্রিকেটে ভারতীয় দল বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছে। ২০২৩ একদিনের বিশ্বকাপে (ODI WC 2023);ফাইনালে পৌঁছানোর পর এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করে নিজেদের প্রমাণ করে তারা। এর মধ্যেই ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্লু ব্রিগেডরা। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে ওডিআই ক্রিকেটে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসাবে নিয়ে আসা হয়েছে। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে গতকাল একদিনের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন ভারত। এই ম্যাচে হারের পর কার্যত রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) দিকে আঙ্গুল তুললেন গিল।

Read More: পার্থের মাটিতে ১৭৬.৫ কিমি বেগে বল করে চর্চায় মিচেল স্টার্ক, ভেঙে গেল শোয়েব আখতারের সর্বোচ্চ গতির রেকর্ড !!

ভারতের লজ্জাজনক হার-

"ওদের জন্যেই হেরেছি..", ম্যাচ হেরে বিরাট-রোহিতকে তুলোধোনা করলেন অধিনায়ক শুভমান গিল !! 2
IND vs AUS | Images: Getty Images

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছে। গতকাল পার্থে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্লু ব্রিগেডদের টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে সমালোচনার মুখে পড়ে যায়। ওপেনিং করতে মাঠে নেমেছিলেন শুভমান গিল এবং রোহিত শর্মা। হিটম্যান ১৪ বলে ৮ রানে এবং গিল ১৮ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। এরপর বিরাট কোহলি ৩ নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ সময় দলকে বিপদের মুখে ফেলে দেন।

৮ বলে শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান তিনি। শ্রেয়স আইয়ার‌ও (Shreyas Iyer) বড়ো ইনিংস গড়তে সম্পূর্ণ ব্যর্থ হন। ২৪ বলে ১১ রান করে ফিরে যান এই তারকা। শেষ পর্যন্ত কেএল রাহুলের (KL Rahul) ৩১ বলে ৩৮ রানে এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ৩৮ বলে ৩১ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে ব্লু ব্রিগেডরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল‌এস মেথডে ১৩১ রানের লক্ষ্যমাত্রা পায় ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে অধিনায়ক মিচেল মার্শের (Mitchell Marsh) দুরন্ত অপরাজিত ৪৬ রানে ৭ উইকেটে জয় তুলে নেয় ইংলিশ বাহিনী।

শুভমান গিলের মন্তব্য-

শুভমান গিল, ভারত
Shubman Gill | Images: Getty Images

রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে ওডিআই ক্রিকেটে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক হিসাবে নিয়ে আসায় সমালোচনার ঝড় উঠেছিল। প্রথম ম্যাচেই দায়িত্ব পেয়ে হারের সম্মুখীন হয়ে এবার নতুন করে প্রশ্ন সামনে উঠে এসেছে। এর মধ্যেই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিল কার্যত বিরাট এবং রোহিতের দিকেই আঙ্গুল তুললেন। এই তারকা ব্যাটসম্যান বলেন, “যখন পাওয়ার প্লে’তে তিনটি উইকেট হারিয়ে যায় তখন জয়ের ভাবনা থেকে সরে এসে ম্যাচে ফিরে আসার দিকে গুরুত্ব দেওয়া হয়।

এই ম্যাচ থেকে আমারা অনেক কিছু শিখেছি। ভক্তরা স্টেডিয়ামে উপস্থিত থেকে আমাদের সমর্থন করেছে।” পাওয়ার প্লে’তে হিটম্যান এবং কিং কোহলির মতো তারকার উইকেট চলে যাওয়া দলকে চাপের মধ্যে ফেলেছিল। গিল সেই দিকেই ইঙ্গিত করতে চাইলেন বিষয়টি। অন্যদিকে দুই তারকা বর্তমানে নির্বাচকদের আতশ কাঁচের তলায় রয়েছেন। সূত্র অনুযায়ী ধারাবাহিকভাবে ব্যর্থ হলে তারা জাতীয় দল থেকে ছিটকে যেতে পারেন।

Read Also: আবারও বিরাট-গম্ভীরের দ্বন্দ্ব প্রকাশ্যে, কথা বলা তো দুর-বন্ধ হল মুখ দেখাদেখি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *