এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ রয়েছে একাধিক তরুণ ভারতীয় ক্রিকেটারদের। আজই তারা এই টুর্নামেন্টের জন্য দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে। হাতে আর বেশি দিন বাকি না থাকায় এখন থেকেই প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। দুরন্ত ফর্মে থাকলেও অনেকেই আসন্ন ঐতিহ্যবাহী এই লিগে একাদশে জায়গা করে নিতে পারবেন না। এর মধ্যেই কোন দুই তারকা ওপেনার হিসেবে মাঠে নামবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলারও যোগ্য নন এই তারকা !!
ওপেনিং করবেন এই দুই তারকা-

১০ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে ভারতীয় দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। সূত্র অনুযায়ী এই টুর্নামেন্টে ব্লু ব্রিগেডদের হয়ে ওপেনার হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া যাবে। এই তারকা ব্যাটসম্যান সাম্প্রতিক সময় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এরপরই আবার ২০ ওভারের ক্রিকেটে কামব্যাক করেছেন তিনি। শেষবার তাকে গত বছর জুলাই মাসে এই এই ফরম্যাটে দেশের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল।
তবে সাম্প্রতিক সময় আইপিএলে (IPL 2025) গিলের দুরন্ত পারফর্ম্যান্স নির্বাচকদের নজর কাড়ে। এই বছর তিনি গুজরাট টাইটান্সের (GT) হয়ে ১৫ ম্যাচে ৬৫০ রান সংগ্রহ করেছিলেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচেও একের পর এক অবিশ্বাস্য ইনিংস খেলে নতুন রেকর্ড গড়েন তিনি। অন্যদিকে অভিষেক শর্মাও (Abhishek Sharma) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২৭৯ রান সংগ্রহ করে চমক দিয়েছিলেন। এই তরুণ তারকার ব্যাট থেকে একটি দুরন্ত শতরান পর্যন্ত এসেছিল।
বঞ্চিত সঞ্জু স্যামসন –

আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলের হয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে শুভমান গিল (Shubman Gill) ওপেনিং করলে একাদশ থেকে বাদ যাবেন সঞ্জু (Sanju Samson)। সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়েছেন এই তারকা। গত বছর বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোট ৩ টি শতরান হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে চলমান কেরালা ক্রিকেট লিগেও (KCL 2025) দুরন্ত ফর্মে ব্যাটিং করেন এই তারকা।
৬ ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৩৬৮ রান। এই টুর্নামেন্টেও একটি দুরন্ত শতরান গড়ে ভক্তদের মুগ্ধ করেছেন সঞ্জু স্যামসন। এরপরও একাদশের কম্বিনেশনের ভারসাম্য বজায় রাখতে সম্ভবত এই তারকা ব্যাটসম্যান একাদশে সুযোগ পাবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য সঞ্জু (Sanju Samson) এখনও পর্যন্ত দেশের হয়ে ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫০ ওপর স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৮৬১ রান। আইপিএলের (IPL 2025) মঞ্চেও ১৭৭ ম্যাচে ৪৭০৪ রান নিজের ঝুলিতে পুরেছেন এই তারকা।