ইন্টারনেটে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানের আসনে পাশাপাশি বসে সারা আলি খান ও শুভমন গিল। সহযাত্রীর তোলা এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ৮ই সেপ্টেম্বর ছিলো শুভমনের জন্মদিন। তার বন্ধুরা শুভমনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন ,বহুত সারা প্যায়ার। এবার এই ‘সারা’-র কোনো আলাদা অর্থ আছে কিনা তা নিয়েই জোরচর্চা ট্যুইটারভার্সে।
পতৌদি ট্র্যাডিশন ধরে রাখতে চলেছেন সারা?
সারা আলি খানের দাদু মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের অধিনায়ক। মাঠ আর বলিউডের বিভাজন মিটিয়ে তিনিও পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন শর্মিলা ঠাকুরের সাথে।সেই ট্র্যাডিশন নাতনি সারা রাখেন কিনা তাই এখন দেখার।
দুর্দান্ত ফর্মে শুভমান
বর্তমান সময়ে ভারতীয় ওয়ানডে দলের প্রধান ব্যাটসম্যান শুভমান গিল। ২০২২ আইপিএলে ব্যট হাতে গুজরাট টাইটান্সের স্তম্ভ হয়ে ওঠার পাশাপাশি, একদিনের ক্রিকেটে বিশেষ করে ভারতীয় দলে জায়গা পাকা করার জোরালো দাবীদার হয়ে উঠেছেন তিনি। এখনো অবধি ভারতের হয়ে ১২ টি একদিনের ম্যাচে ৫৭৯ রান করেছেন তিনি। করেছেন তিনটি হাফ সেঞ্চুরি ও একটি শতরান। গড় প্রায় ৫৮ ছুঁইছুঁই। আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে রান পেলেও টি-২০ বিশ্বকাপ দলে অবশ্য জায়গা হয়নি তার। অস্ট্রেলিয়ার মাটিতে শুভমানকে ভারতীয় জার্সি পরে ব্যাট হাতে খেলতে দেখানা গেলেও মাঠের বাইরের খবরে যে নেটিজেনদের নজরেই থাকতে চলেছেন শুভমন তা বলাই যায়।
Read More: IND vs PAK: ভারত-পাক ম্যাচের আগে রোহিতকে নিয়ে বড় বয়ান বাবরের, লড়াইয়ের আগেই আগুনে পড়ল ঘি !!