মদের ঘোরে উদ্দাম শুভমান-ঈশান, জন্মদিনের পার্টির বিস্ফোরক ভিডিও হলো ভাইরাল !! 1

২৫-এ পা দিলেন শুভমান গিল (Shubman Gill)। সেপ্টেম্বরের ৮ তারিখ জন্মদিন ছিলো ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি’র। দলীপ ট্রফির ম্যাচ শেষে সেলিব্রেশনে মাতেন ভারতীয় দলের ওপেনার। জন্মদিন উদ্‌যাপনে শুভমানের সঙ্গী হয়েছিলেন আরেক ক্রিকেট তারকা ঈশান কিষণ। দুই বন্ধুকে দেখা যায় এক অভিজাত নাইট ক্লাবে পার্টি করতে। জন্মদিনের অনুষ্ঠান থেকে যে ভিডিও পোস্ট করেছেন ঈশান (Ishan Kishan), সেখানে তাঁকে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং-এর গানে গলা মেলাতে। সঙ্গেই ছিলেন শুভমান (Shubman Gill)। সাদা ও কমলা রঙের শার্ট পরিহিত ‘বার্থ ডে বয়’ও নাচের তালে কোমর দুলিয়েছেন। ঈশানের কানে আবার ছিলো হেডফোন। ক্লাবের ডিজে কনসোলের দায়িত্ব’ও নিজের হাতে নিয়ে নিয়েছিলেন তিনি।

Read More: বাংলাদেশ ছাড়লেন শাকিব আল হাসান, বিদেশের মাঠে এবার খেলবেন ক্রিকেট !!

দেখে নিন সেই ভিডিও-

দলীপে হারের মুখ দেখলো শুভমানের দল-

INDIA A vs INDIA B | Image: Twitter
INDIA A vs INDIA B | Image: Twitter

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচে ভারত-এ মুখোমুখি হয়েছিলো ভারত-বি’র। ভারত-এ’র অধিনায়ক ছিলেন শুভমান গিল (Shubman Gill)। ম্যাচের প্রথম দিন পরপর উইকেট তুলে নিয়ে একটা সময় এগিয়ে গিয়েছিলো শুভমানের দল। কিন্তু মুশির খানের ব্যাটে ম্যাচে ফেরে ভারত-বি। অনবদ্য ১৮১ রানের ইনিংস খেলেন বছর উনিশের তরুণ। তাঁর সৌজন্যেই ৩২১ রান অবধি পৌঁছায় ভারত-বি। এরপর রান তাড়া করতে নেমে বিশেষ সুবিধা করতে পারে নি ভারত-এ। ২৩১ রানে গুটিয়ে যায় তারা। ৯০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারত-বি’র দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৪ রানে। ২৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরও একবার ব্যাটিং ব্যর্থতার শিকার হয় ভারত-এ। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৯৮তেই। ৭৬ রানে দাপুটে জয় ছিনিয়ে নেয় ভারত-বি। দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শুভমান।

দলীপ ট্রফি না খেলে পার্টিতে যোগ ঈশানের?

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

দলীপ ট্রফিতে খেলার কথা ছিলো ঈশান কিষণেরও (Ishan Kishan)। বিসিসিআই-এর সাথে লম্বা ঠাণ্ডা যুদ্ধের শেষে তাঁকে ক্রিকেটের মূলস্রোতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিলো। কিন্তু তার সদ্ব্যবহার করতে ব্যর্থ হলেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। ভারত-ডি দলের হয়ে নামলেন না মাঠে। এর আগে বুচি বাবু টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ঈশান। সেখানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে একটি শতরান’ও করেন। কিন্তু চোট পাওয়ায় ছিটকে যেতে হয়েছিলো দলীপ ট্রফি থেকে। গত ডিসেম্বরে মানসিক স্বাস্থ্যের অবনতির কথা বলে দেশে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর বোর্ডের অনুমতি ছাড়াউ দুবাই উড়ে গিয়েছিলেন, অংশ নিয়েছিলেন এক টিভি শো’তে। যা ক্ষোভ বাড়িয়েছিলো কর্তাদের। এবারও ‘আহত’ ঈশানের পার্টিতে যোগ দেওয়া নিয়ে কি প্রতিক্রিয়া আসে তাদের তরফে তা নিয়ে চিন্তায় অনুরাগীরা।

বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন শুভমান গিল-

Shubman Gill and Shreyas Iyer | Image: Twitter
Shubman Gill and Shreyas Iyer | Image: Twitter

সাম্প্রতিক ম্যাচগুলিতে বিশেষ সুবিধা করতে পারেন নি শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ বা ওডিআই হোক অথবা দলীপ ট্রফিতে ভারত-বি’র বিরুদ্ধে ম্যাচ-রান আসে নি তাঁর ব্যাট থেকে। তা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে তাঁর উপর আস্থা রাখার পথে হেঁটেছেন কোভ গৌতম গম্ভীর। আপাতত চেন্নাইতে প্রথম ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন শুভমান (Shubman Gill)। হয়ত তিন নম্বর পজিশনেই ব্যাট হাতে দেখা যাবে তাঁকে। কেরিয়ারের শুরুটা ওপেনার হিসেবে করলেও গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনে ব্যাট করছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশের মাঠে রান না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনে নেমে সাফল্য পেয়েছিলেন শুভমান। বছর শেষে অস্ট্রেলিয়া সফরের আগে তাঁকে সেরা ছন্দে চাইছে টিম ইন্ডিয়া।

Also Read: দলের নেতা খুঁজতে কালঘাম ছুটছে BCCI’এর, ‘মুন্ডু’ ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *