শিখর ধাওয়ানের দ্বিতীয় সংসার হচ্ছে উজাড়, নতুন প্রেমিকা এই বিখ্যাত সাংবাদিকের সঙ্গে করছেন ডেট !! 1

ভারতীয় দল থেকে সাম্প্রতিক সময় বেশকিছু তারকা ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন। এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার খবর ক্রিকেট ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল‌। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) মতো অভিজ্ঞ তারকা। ধাওয়ান বর্তমানে ছুটির মেজাজে নিজের অবসরকে উপভোগ করছেন। সম্প্রতি খবর সামনে এসেছিল যে আয়েশা মুখার্জির (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু এই সম্পর্ক পূর্ণতা পাওয়ার আগেই বর্তমানে বিচ্ছেদের দিকে এগিয়ে চলেছে।

Read More: অর্জুন-বৈভবের অভিষেক, আফগানিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল ODI দল প্রকাশ করলো BCCI !!

ধাওয়ান ও সোফি শাইনের সম্পর্কে ফাটল-

শিখর ধাওয়ানের দ্বিতীয় সংসার হচ্ছে উজাড়, নতুন প্রেমিকা এই বিখ্যাত সাংবাদিকের সঙ্গে করছেন ডেট !! 2
Shikhar Dhawan and Sophie Shine | Images: Instagram

২০১২ সালে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) আয়েশা মুখার্জির (Ayesha Mukherjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৪ সালে তাদের কোলে আসে ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু ৮ বছরের দীর্ঘ বিবাহ জীবনে নেমে আসে কালো ছায়া। আয়েশা মুখার্জি মানসিক নির্যাতনের অভিযোগ আনায় ২০২৩ সালে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে‌। এরপর এই তারকা ক্রিকেটারকে সাম্প্রতিক সময় সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে দেখতে পাওয়া গেছে। আইরিশ এই মহিলার সঙ্গে শিখর ধাওয়ানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সময় প্রথম দেখা গিয়েছিল।

এরপর সোফি শাইন (Sophie Shine) শিখর ধাওয়ানের ছবি পোস্ট করে ‘মাই লাভ’ লিখেছিলেন। তখন থেকেই ক্রিকেট ভক্তরা এই জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জুড়ে চর্চা শুরু করেন। দুজনের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সামনে উঠে আসে‌। এবার এর মধ্যেই প্রখ্যাত সাংবাদিক এবং ইউটিউবার শুভঙ্কর মিশ্র (Shubhankar Mishra) সোফি শাইনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন। দুজনকে একসাথে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL) ম্যাচ দেখতে দেখা গেছে। ফলে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সঙ্গে সোফির দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে।

ক্রিকেট ভক্তদের আক্ষেপ-

শিখর ধাওয়ানের দ্বিতীয় সংসার হচ্ছে উজাড়, নতুন প্রেমিকা এই বিখ্যাত সাংবাদিকের সঙ্গে করছেন ডেট !! 3
Shikhar Dhawan and Sophie Shine | Images: Instagram

শুভঙ্কর মিশ্র (Shubhankar Mishra) এর আগে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বান্ধবী আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে বির্তকে জড়িয়েছিলেন। এই বিষয়ে এক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “শুভঙ্কর ভাই এটা আপনার ভুল সিদ্ধান্ত। আপনি আসলে কী করতে চাইছেন? প্রথমে যুজবেন্দ্র চাহালের বান্ধবী আর এখন শিখর ধাওয়ানের বান্ধবী‌র সাথে বসে খেলা দেখছেন। এমনিতেই চাহাল (Yuzvendra Chahal) এবং ধাওয়ান (Shikhar Dhawan) বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন তাতে তুমি আর‌ও বেশি কষ্ট দিচ্ছো।”

“ক্রিকেটারদের প্রেমিকার দিকে তোমার লক্ষ্য কেন?”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।” একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা করে লিখেছেন, “শুভঙ্কর ভাই তাড়াতাড়ি সোফিকে ছেড়ে দিন, শিখর ভাইকে নতুন ভিডিও বানাতে হবে।”

দেখুন সেই ট্যুইট চিত্র-

Read Also: নতুন সদস্য রিয়ান পরাগের পরিবারে, অসহায় সারমেয়’র দিকে স্নেহের হাত বাড়ালেন ক্রিকেট তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *