এই মুহূর্তে ধোনির বয়স ৩৫।তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের এই সিনিয়র ক্রিকেটারের এখনও পর্যন্ত ফ্যানের কোনও অভাব নেই। বিশেষ করে মহিলা ফ্যান।
সদ্য সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্ব থেকে তিনি সরে দাঁড়ালেও, তাঁর জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি।হলিউড থেকে শুরু করে বলিউডের বহু নামকরা অভিনেত্রীরাও ধোনিকে নিয়ে আজও মাতোয়ারা।এবার কি সেই তালিকায় উঠে এলো বলিউডের নামজাদা অভিনেত্রী শ্রুতি হাসানের নাম?
হ্যাঁ, টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং দক্ষিণী সিনেমা স্টার শ্রুতি হাসান সম্প্রতি একে অপরের খুব কাছাকাছি চলে এসেছেন।
ভারতের ক্রোড়পতি লিগ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলাকালিন মাহিকে বিভিন্ন সময়ে একাধিক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে ওঠাবসা করতে দেখা গিয়েছিল।বিয়ের আগেও ধোনির সঙ্গে তামিল অভিনেত্রী লক্ষ্মীর একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছিল।
এছাড়া দিল্লির মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর অমরপ্রেমের কথা কমবেশি সবাই জানেন। মধ্যিখানে আবার বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকনের সঙ্গেও মাহির নাম জড়িয়ে যায়। শেষমেশ ক্যাপ্টেন কুল ধরা দেন কলকাতার জন্য সাক্ষীর ভালোবাসার জালে।
কিন্তু এখন আবার শোনা যাচ্ছে শ্রুতি হাসানের নাম।শ্রুতির সঙ্গে তাঁর পূর্বপরিচয়।তাই ধোনির কমল হাসানের মেয়ের খুব কাছাকাছি চলে আসার ঘটনা অনেককে আবার অবাক করেনি।
না দেখা ছবি – ধূমপান থেকে মদ্যপান … বিয়ের আগে এমনটাই ছিলেন সাক্ষী সিংহ ধোনি