এবারের আইপিএলে কোটিপতি হয়েছেন একাধিক ক্রিকেটাররা। তবে নিলামের মঞ্চে রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় দলের তারকা মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস (PBKS) দলে শামিল হয়েছেন শ্রেয়স। গত তিন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেছেন তিনি। ২০২২ সালের মেগা নিলামে কলকাতা ফ্রাঞ্চাইজি অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে নির্বাচিত করেছিল। যদিও তার আগে শ্রেয়াসকে দিল্লি ক্যাপিটালস দলের হয়েও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল। অধিনায়কত্বের হাত তার বেশ ছিল ভালো। ২০২০ সালে প্রথমবারের জন্য দিল্লিকে আইপিএল এর ফাইনালে পৌঁছে দিয়েছিলেন শ্রেয়াস। এরপর ২০২৪ সালে তারই নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তৃতীয় খেতাব জয়লাভ করেছিল।
রেকর্ড মূল্যে পাঞ্জাব দলে শামিল হয়েছেন শ্রেয়স আইয়ার
ক্যাপ্টেন হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলকে শিরোপা জেতানোর পরেও আর খেলতে চাননি শ্রেয়াস। আসলে কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইসোরের সাথে আলাপ-আলোচনায় শ্রেয়াস জানিয়ে দিয়েছিলেন তিনি রিটেন হতে প্রস্তুত নন। বদলে নিলামের খাতায় নাম লেখাতেই পছন্দ করবেন তিনি। শ্রেয়াসের নেওয়া সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তাকে নিলামের আগে ছেড়ে দেয় KKR। তবে আইপিএলের মঞ্চে ইতিহাস গড়েছেন শ্রেয়াস, ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস দলে সামিল হয়েছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রকাশ্যে শিকার না করলেও দলের নতুন কোচ রিকি পন্টিং (Ricky Ponting) শ্রেয়াসকে যেকোনো মূল্যেই তাদের দলে সামিল করতে চাইছিলেন।
শ্রেয়াসকে PBKS দলের অধিনায়ক বানাতে মোরিয়া প্রীতি
শ্রেয়াসকে পেয়ে রীতি মতন খুশি মালকিন প্রীতি জিনটাও। বেশ কয়েক মৌসুম ধরেই পাঞ্জাব কিংস এর নেতৃত্বের অভিজ্ঞতার অভাব বোধ করা গিয়েছে। বেশ কিছু নতুন মুখকেও নেতৃত্ব দিতে দেখা গিয়েছে দলকে। তবে শ্রেয়াস একজন অভিজ্ঞ অধিনায়ক, তার সাথে গত মৌসুমে তিনি শিরোপা জয় করেছেন। আসন্ন আইপিএলে শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করতে চাইছেন প্রীতি জিন্টা। অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত পাঞ্জাব কিংস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, গত মৌসুমে শ্রেয়াসের অধিনায়িকত্ব মন কেড়েছিল প্রীতি জিন্টার। নিলামের আগেই প্রীতি নিজে থেকেই শ্রেয়াসকে নিলামের মঞ্চে নাম লেখাতে জানিয়ে দিয়েছিলেন, তিনি শ্রেয়াসকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রীতি, শ্রেয়াসের মতন একজন অভিজ্ঞ খেলোয়াড়কেই দলে চেয়েছিল পাঞ্জাব (PBKS)।