shreyas-scores-fifty-in-duleep-trophy

একইসাথে চলছে দলীপ ট্রফির (Duleep Trophy) দু’টি ম্যাচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-এ ও ভারত-বি। আর অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরায় সম্মুখসমরে ভারত-সি ও ভারত-ডি। প্রথম ম্যাচটিতে শুভমান গিল (Shubman Gill_, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, কুলদীপ যাদবদের মত তারকার ভীড়। তার মধ্যেও নজর কেড়ে নিয়েছেন বছর উনিশের মুশির খান (Musheer Khan)। প্রথম ইনিংসে ভারত-এ দল একটা সময় ছিলো খাদের কিনারে। ৯৪ রানের মাথায় তারা খুইয়ে বসেছিলো ৭ উইকেট। সেখান থেকে মুশিরের অবিশ্বাস্য ১৮১ রান লড়াইতে ফেরায় তাদের। ৩০০’র গণ্ডী পেরোয় ভারত-এ। জবাবে ব্যাট হাতে লড়ছে ভারত-বি। অন্যদিকে অবন্তীপুরে র ম্যাচটিতে রান তুলতে কাঠখড় পোড়াতে হচ্ছে ব্যাটারদের। ভারত-ডি’র হয়ে প্রথম ইনিংসে লড়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। দ্বিতীয় ইনিংসের ঢাল হয়ে দাঁড়ালেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

Read More: কাব্য মারানের হৃদয় ভাঙলেন অধিনায়ক, KKR দলে নিচ্ছেন এন্ট্রি !!

ঝোড়ো অর্ধশতক করলেন শ্রেয়স-

Shreyas Iyer | Duleep Trophy | Image: Twitter
Shreyas Iyer | Duleep Trophy | Image: Twitter

প্রথম ইনিংসে অক্ষরের (Axar Patel) লড়াকু ৮৬ রান সত্ত্বেও মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিলো ভারত-ডি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), শ্রীকার ভরত, রিকি ভুঁই, দেবদত্ত পাডিক্কাল-তারকাখচিত ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়েছিলো। বোলারদের সৌজন্যে ম্যাচে ফেরে তারা। প্রতিপক্ষকে ভারত-ডি রুখে দিয়েছিলো ১৬৮ রানে। মাত্র ৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমেছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। ভারত-সি’কে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য স্কোরবোর্ডে প্রয়োজন ছিলো রানের। সেই গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন অধিনায়ক। যখন ওপেনার যশ দুবে (Yash Dubey) আউট হন ৯ বলে ৫ রান করে, তখন ভারত-ডি’র স্কোরবোর্ডে মাত্র ১৩। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন শ্রেয়স।

ভারতীয় দলের হয়ে সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। কিন্তু দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে নেমেছিলেন তিন নম্বরে। শুরু করেন প্রত্যাঘাত। ভারত-সি দলের বোলিং লাইন আপে বিজয়কুমার বৈশাখ, হৃত্বিক শোকিন, অংশুল কম্বোজদের মত ঘরোয়া ক্রিকেটের পরিচিত নামেরা ছিলেন। কিন্তু শ্রেয়সকে (Shreyas Iyer) রুখতে বেগ পেতে হয় সকলকেই। কঠিন উইকেটেও ঝোড়ো ব্যাটিং করেন মুম্বইয়ের ক্রিকেটার। প্রথমে অথর্ব তাইডে ও পরে দেবদত্ত পাডিক্কালের সাথে গড়েন জুটি। লাল বলের ফর্ম্যাটেও তাঁর স্ট্রাইক রেট ছিলো ১০০’র উপরে। ৩৯ বলে পেরোন অর্ধশতকের গণ্ডী। এরপর অবশ্য ইনিংসকে দীর্ঘ করতে পারেন নি। ৪৪ বলে ৫৪ করে অংশুল কম্বোজের শিকার হন। ৯টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজান ভারত-ডি দলের ‘ক্যাপ্টেন।’

দেখে নিন শ্রেয়সের আগ্রাসী ব্যাটিং-

সুতোয় ঝুলছে ম্যাচের ভবিষ্যৎ-

INDIA C vs INDIA D | Image: Twitter
INDIA C vs INDIA D | Image: Twitter

দলীপ ট্রফির (Duleep Trophy) ভারত-সি বনাম ভারত-ডি ম্যাচের আজ তৃতীয় দিন। রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতীক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতা। প্রথম ইনিংসে ভারত-ডি’র তোলা ১৬৪ রানের জবাবে ভারত-সি তোলে ১৬৮। নামমাত্র লিড পেয়েছিলো ঋতুরাজ গায়কোয়াড়ের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে অনন্তপুরের মাঠে ভারত-ডি তুলতে পেরেছে ২৩৬ রান। শ্রেয়স আইয়ারের পাশাপাশি অর্ধশতক করেন কর্ণাটকের দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন তরুণ খেলোয়াড় রিকি ভুঁই। আপাতত জয়ের জন্য ভারত-সি দলের প্রয়োজন ২৩৩ রান। কঠিন উইকেটে এই রান তুলতে গিয়ে সমস্যার মুখে পড়তেই পারে তারা। আপাতত অবশ্য এগিয়ে ঋতুরাজরাই (Ruturaj Gaikwad)। প্রতিবেদন লেখার সময় অবধি চতুর্থ ইনিংসে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৬২ রান। ক্রিজে ঋতুরাজের সাথে রয়েছেন সাই সুদর্শন।

Also Read: অভিষেক ম্যাচেই ইতিহাস সৃষ্টি গড়লেন মুশির খান, ইনিংস রক্ষার তাগিদে অক্ষরের লড়াই অব্যহত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *