ভারতীয় ক্রিকেট দল বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। তার আগে নিউজিল্যান্ডের (India vs Newzealand Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। চোট সারিয়ে এই সিরিজের জন্য জাতীয় দলে কামব্যাক করেছেন শুভমান গিল (Shubman Gill) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গিল অধিনায়ক হিসেবে এবং শ্রেয়স সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আইয়ার সম্পূর্ণ সুস্থ কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এর মধ্যেই এবার এই তারকা ব্যাটসম্যানকে এক রহস্যময়ীর সঙ্গে দেখতে পাওয়া গেল।
Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!
রহস্যময়ীর সঙ্গে শ্রেয়স-

গত বছর স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে বাতিল হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে চর্চা চলছিল। এছাড়াও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) মতো তারকা ক্রিকেটাররা বিবাহ বিচ্ছেদ ভুলে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রকাশ্যে যুজবেন্দ্রকে আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে এবং হার্দিককে মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। এবার আরও এক তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।
তার সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি রহস্যময় মহিলার দিকে রোম্যান্টিকভাবে তাকিয়ে রয়েছেন। মহিলাটাও মুগ্ধতার সঙ্গে তারকা ব্যাটসম্যানের দিকে নজর রেখেছেন। ফলে নেটিজেনরা মনে করছেন শ্রেয়স অবশ্যই তাকে চেনেন এবং তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে। তবে এই বিষয়ে কোনো অফিসিয়ালি তথ্য পাওয়া যায়নি। মহিলার পরিচয়ও সামনে আসেনি।
দেখুন সেই ভিডিওটি-
https://twitter.com/JARA_Memer/status/2007744891074609555 @252664487108610
চোট সারিয়ে করছেন কামব্যাক-

গত বছর আইপিএলে পাঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তার নেতৃত্বে ফাইনালে পৌঁছায় প্রীতি জিন্টার দল। ব্যাট হাতেও ধারাবাহিকতা দেখান এই তারকা। ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেছিলেন। তবে দেশের হয়ে শুধুমাত্র একদিনের ক্রিকেটেই সুযোগ পাচ্ছেন শ্রেয়স। গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ চলাকালীন পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।
সিডনির হাসপাতালে আইসিইউতেও ভর্তি ছিলেন এই তারকা। তারপর দেশে ফিরে এসে সেন্টর অফ এক্সেলেন্সে ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তোলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে এবার তাকে আবারও স্বমহিমায় দেখতে পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিউইদের বিপক্ষে একদিনের সিরিজ ১১ জানুয়ারি থেকে শুরু হবে।