কলকাতায় ফিরলেন শ্রেয়স আইয়ার, ব্যাট হাতে ইডেনে তুলবেন ঝড় !! 1

IPL 2025: পরিসমাপ্তি ঘটেছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এই মৌসুমের ৪৩তম ম্যাচ। ৪৩ ম্যাচ পরিসমাপ্তির পর আইপিএল ২০২৫’এর মঞ্চে টেবিল টপার হয়ে রইলো গুজরাত টাইটান্স এবং তালিকায় একদম নীচে বহাল থাকলো চেন্নাই সুপার কিংস (CSK)। তবে, এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রদর্শন একেবারেই ভালো নয়। ব্যাঙ্গালুরুর কাছে পরাজয় নিয়ে মৌসুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। আপাতত মৌসুমে আটটি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। গুজরাতের কাছে হারের পর পয়েন্ট তালিকায় সপ্তম স্থানেও নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স। দলের এই চরম ব্যর্থতার পর আরও বেশি চিন্তা বেড়েছে নাইট শিবিরে।

কলকাতায় ফিরলেন শ্রেয়স !

Ipl 2025
Shreyas Iyer | Image: Twitter

কলকাতা নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি পাঞ্জাব দলের বিরুদ্ধে খেলতে চলেছে। শেষবার দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। পাঞ্জাবের বানানো ১১১ রান তাড়া করতে এসে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হল পাঞ্জাব। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে তারা। আপাতত পয়েন্ট তালিকায় জায়গা হয়েছে তাদের। তবে কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করতে পারেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

Read More: IPL 2025: জয়ের মুখ দেখলো সানরাইজার্স, মৌসুমের সপ্তম হারে নাস্তানাবুদ চেন্নাই সুপার কিংস !!

কলকাতার বিরুদ্ধে গত ম্যাচে দুই বলে শূন্য রান বানিয়ে আউট হয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়স। শ্রেয়স আইয়ার ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বেই গতবার নাইট রাইডার্স আইপিএল শিরোপা জয় করেছিল। তাই ইডেনের মাঠকে একপ্রকার তার ঘরের মাঠ বললে ভুল হবেনা, কারণ এই মাঠেই তিনি আগে খেলে এসেছেন তাই তিনি জানেন এই মাঠে কি হতে পারে।

ইডেনে স্মৃতিচারণ করতে চাইবেন শ্রেয়স

Shreyas iyer
Shreyas Iyer | Image: Getty Images

এই মৌসুমে শুরুর দিকে বেশ রান দেখা গিয়েছিল শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। তবে শেষ তিনটি ম্যাচে সেভাবে সফল হননি তিনি। ইডেনের ব্যাটিং সহায়ক উইকেটে হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেতে চাইবেন শ্রেয়স। ইডেন গার্ডেন্সে বরাবরই রান দেখা দিয়েছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। তিনি ইডেনে ১৭ টি ইনিংসে ৩০.৭৩ গড় এবং ১৩৪.৪০ স্ট্রাইক রেটে ৪৬১ রান বানিয়েছেন। ইডেনের মাটিতে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শ্রেয়াস একটি নজিরবিহীন প্রদর্শন দেখাতে চাইবেন।

Read Also: IPL 2025: ডি কক বা গুরবাজ বাদ, KKR-এর হাল ফেরাবেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *