Shreyas Iyer: গৌতম গম্ভীর এর কোচিংয়ে ভারতীয় দল তাদের নতুন অভিযান শুরু করেছিল শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়েই। বিশ্বকাপ জয়ের পর ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছিল। ওডিআই সিরিজে ভারতীয় দলের প্রদর্শন ছিল অসাধারণ। কিন্তু ওডিআই সিরিজে দলের পারফরমেন্সের বেশ ব্যর্থতা লক্ষ্য করা যায়, এই পরিস্থিতিতে ভারতীয় দলে আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য নতুন করে গঠন করতে হবে স্কোয়াড।
পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনালে পৌঁছাতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয় করা আবশ্যক। প্রধান কোচ গৌতম গম্ভীর চাইবেন না বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে। তবে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই বড় সিদ্ধান্ত বিসিসিআই। এই সিরিজের আগেই শুরু হতে চলেছে দিলীপ ট্রফি। দলীপ ট্রফি শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ সিরিজের বল গড়াবে ১৯ সেপ্টেম্বর। আর অন্যদিকে বিসিসিআই (BCCI) এই ট্রফির জন্য আজ প্ৰথম রাউন্ডের ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিল।
Read More: ঋতুরাজের হাতে ভারতের নেতৃত্ব, দল ঘোষণায় চমক দিলেন অজিত আগরকার’রা !!
শ্রেয়াস আইয়ারের হাতে তুলে দেওয়া হলো দায়িত্ব
দলীপ ট্রফির জন্য চারটি দল বুধবার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিল। যে কারণে আসন্ন দলীপ ট্রফিতে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলদের মতন তারকা ক্রিকেটারদের লক্ষ করা যাবে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে হোম সিজিনে টেস্ট সিরিজ খেলতে হবে। আর এই দুই সিরিজকে পাখির চোখ করতে লাল বলের সিরিজে ভারতীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করলো বিসিসিআই। আগে জানা গিয়েছিল, রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) দলীপ ট্রফি খেলবেন তবে প্রথম রাউন্ডের যে দল ঘোষণা হয়েছে সেখানে এই মহারথীর নাম উল্লেখ নেই।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকারী শ্রেয়াস আইয়ারের হাতে দায়িত্ব তুলে দিল বিসিসিআই। তিনি দলীপ ট্রফির গ্রুপ ডি’কে নেতৃত্ব দেবেন। শ্রেয়াসের (Shreyas Iyer) সঙ্গে দলে ঈশান কিষান (Ishan Kishan), অক্ষর প্যাটেলদের (Axar Patel) মতন তারকা প্লেয়ারদের। শ্রেয়াসের আগে আইপিএলে দিল্লি ও কলকাতা ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন এবং এবারের আইপিএলে চ্যাম্পিয়ন রূপেও বহিঃপ্রকাশ ঘটে নাইট রাইডার্সের। আসন্ন দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে।
চলতি বছর ফেব্রুয়ারি-মার্চ চলাকালীন ভারতে সফর করতে এসেছিল ইংল্যান্ড দল। সেই সময় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান শেয়াস আইয়ার (Shreyas Iyer) চোট পেয়েছিলেন। তবে চোট সারিয়ে ওঠার পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের মাঝে লম্বা সময় পেয়েছিলেন। তিনি সুস্থ হওয়ার পরে বিসিসিআই কর্তৃপক্ষ শ্রেয়াসকে ঘরোয়া ক্রিকেট খেলার আদেশ দিয়েছিল। তবে সেই আদেশ উপেক্ষা করেন তিনি। ফলস্বরূপ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে তাকে বার করে দেওয়া হয়। তবে আবার ঘরোয়া ক্রিকেটে তার ফেরার সিদ্ধান্তে বিসিসিআই খুশি হয়ে তাকে দলীপ ট্রফির মঞ্চে অধিনায়ক হিসেবে ঘোষণা করল।
টিম ডি: শ্রেয়স আয়ার, অথর্ব তাইড়ে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ঈশান কিশন, রিকি ভুই, সারাংশ জৈন, অক্ষর পটেল, আরশদীপ সিংহ, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত এবং সৌরভ কুমার।