ভারতীয় ক্রিকেটে স্বস্তির খবর, দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে এগোচ্ছেন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অনুশীলনে কোনো সমস্যা না হওয়ায় তাঁর দ্রুত প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ। অস্ট্রেলিয়া সফরের সময় ফিল্ডিং করতে গিয়ে প্লীহাতে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে শ্রেয়সকে হাসপাতালে ভর্তি করানো হয়। আসলে, এলেক্স ক্যারির টপ এজ লেগে একটি বল উপরে উঠে যায় এবং সেটি ধরার পর মাটিতে লুটিয়ে পড়েন শ্রেয়স। আর সেই চোটের কারণে তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও তাঁকে খেলতে দেখা যায়নি। ফলে ভারতীয় দলের মিডল অর্ডারে বড় শূন্যতা তৈরি হয়।
চোট কাটিয়ে দ্রুত প্রত্যাবর্তনের পথে শ্রেয়াস আইয়ার

সম্প্রতি মুম্বইয়ে ব্যাট হাতে অনুশীলন করেছেন শ্রেয়স আইয়ার। সূত্র অনুযায়ী, অনুশীলনের সময় তিনি কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি, যা তাঁর ফিটনেস নিয়ে আশাবাদ বাড়িয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি হালকা ফিল্ডিং ও ফিটনেস ড্রিলেও অংশ নিয়েছেন তিনি। তবে মাঠে তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি। বর্তমানে বেঙ্গালুরুর BCCI সেন্টার অফ এক্সিলেনসে তাঁর রিহ্যাব প্রক্রিয়া চলছে। বিসিসিআইয়ের (BCCI) মেডিক্যাল টিম নিয়মিত তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই তাঁকে জাতীয় দলের জন্য ম্যাচ ফিট ঘোষণা করা হতে পারে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ারের উপস্থিতি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রত্যাবর্তনে ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
Read More: জামিন হচ্ছে না যশ দয়ালের, আসন্ন IPL-এ RCB দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা পেসার !!
নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের পরবর্তী সিরিজে মাঠে নামার লক্ষ্যে আপাতত শ্রেয়স আইয়ার।বিসিসিআইয়ের ঘনিষ্ট সূত্রের দাবি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরাবর ভালো ছন্দ দেখিয়েছেন শ্রেয়স। তিনি, ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বলেই সূত্রের দাবি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের আগে, শুভমানকে ওডিআই দলের লাপটেম এবং শ্রেয়সকে ভাইস ক্যাপ্টেন করা হয়। তবে, ক্যাপ্টেন হয়ে ছন্দপতন ঘটেছে, কিউইদের বিরুদ্ধে তাকে ক্যাপ্টেনসি দেওয়া হয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যে কারণে শ্রেয়সের নামটা বেশি করেই শুনতে পাওয়া যাচ্ছে।