Mayank agarwal

Team India: এক টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। টানা দশ বছর বিশ্বমঞ্চে কোনো সাফল্য ধরা দেয় নি টিম ইন্ডিয়ার হাতের মুঠোয়। ২০১৩ সালে শেষবার আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো দল। এরপর প্রতিটি টুর্নামেন্টেই জয়ের কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে হারতে হয়েছিলো ফাইনালে গিয়ে। এছাড়াও ২০১৫ ও ২০১৯ সালের একদিনের বিশ্বকাপ, ২০১৬ ও ২০২২-এর টি-২০ বিশ্বকাপে বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। দীর্ঘ হতাশার চিত্রটা বদলের খানিক সুযোগ চলে এসেছিলো টিম ইন্ডিয়ার সামনে ২০২৩-এ। ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছিলো দল। কিন্তু ইংল্যান্ডের কেনিংটন ওভালেও নয়া ভোরের সন্ধান পেলো না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে হেরে দ্বিতীয়বার হাতছাড়া হলো লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সুযোগ।

ওভালে ভারতীয় দলের হারের পিছনে পরিকল্পনার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গোটা ম্যাচে অজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই পারে নি রোহিত শর্মার নেতৃত্বধীন টিম ইন্ডিয়া। পূর্ণ সময়ের নেতা হিসেবে দেখতে দেখতে দুই বছর কাটিয়ে ফেলতে চলেছেন রোহিত। বিরাট কোহলি (Virat Kohli) জমানায় দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য থাকলেও আইসিসি প্রতিযোগিতায় খেতাব আসছিলো না। দেশের হয়ে এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফি জয়ী রোহিতকে (Rohit Sharma) তাই নেতার দায়িত্ব দিয়েছিলো বিসিসিআই। প্রথমে সাদা বলের দুই ফর্ম্যাটে রোহিতকে অধিনায়ক করা হয়েছিলো। পরে টেস্ট থেকেও বিরাট কোহলি (Virat Kohli) পদত্যাগ করায় তাঁর কাঁধেই দেওয়া হয় নেতৃত্বের ভার। তাঁর অধিনায়কত্বে ইতিমধ্যে ২০২২-এর এশিয়া কাপ, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ, ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। সাফল্য আসে নি একটিতেও। লাগাতার ব্যর্থতার পর উঠছে রোহিতকে সরানোর দাবী। সূত্রের খবর বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বিসিসিআই’ও।

Read More: “অধিনায়ক হওয়া সোজা, MS ধোনি হয়ে দেখাও”, মাহির সমালোচকদের মুখ বন্ধ করলেন দিলীপ বেঙ্গসরকার !!

ওভালে চূড়ান্ত সমালোচিত রোহিতের স্ট্র্যাটেজি-

Rohit Sharma | Team India | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

আতসকাঁচের তলায় ভারতীয় দলের অধিনায়ক রোহিতের পারফর্ম্যান্স। ওভালে ভারতের প্রথম একাদশ দেখে ম্যাচের প্রথম দিনেই কপালে ভাঁজ পড়েছিলো অনেক বিশেষজ্ঞের। দুই স্পিনার ও তিন পেসারের চেনা ছকের বাইরে হেঁটে একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে চার পেসার- মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরকে জুড়ে দিয়েছিলো ভারত। বাদ পড়েছিলেন টেস্ট র‍্যাঙ্কিং-এ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর বোলার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। কেনিংটন ওভালের বাইশ গজে খেলা যত গড়াবে স্পিনারদের ভূমিকা ততই বাড়বে বলে জানিয়েছিলেন সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং-এর মত প্রাক্তনীরা। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তাঁদের কথা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। অজিদের হয়ে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ভাঙেন নাথান লিয়ঁ (Nathan Lyon)। প্রথম একাদশ নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) পরিকল্পনা দেখে প্রাক্তন

এটাই প্রথম নয়। এর আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে লজ্জার হারের পরও তোপের মুখে পড়েছিলেন রোহিত (Rohit Sharma)। তাঁর বারবার বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অজয় জাদেজার (Ajay Jadeja) মত প্রাক্তনী। অনেকেই রোহিতের অধিনায়কত্বকে অতিরিক্ত রক্ষণাত্মক বলে মনে করেছিলেন। রব উঠেছিলো রোহিতকে নেতার আসন থেকে সরিয়ে দেওয়ার। এরপর টেস্ট বিশ্বখেতাবের ফাইনাল থেকেও খালি হাতে ফিরতে হওয়ায় ক্ষোভের আগুনে ঘি পড়েছে রীতিমত। বিশ্বকাপের আগে সাদা বলের ক্রিকেটে রোহিতকে সরানোর ব্যাপারে দ্বিধায় থাকলেও টেস্টে নয়া নেতার দাবী জানাচ্ছেন অনেকেই। শোনা যাচ্ছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে চিন্তাভাবনা চলছে বিসিসিআই-এর অন্দরে।

পরবর্তী টেস্ট অধিনায়ক শ্রেয়স?

Shreyas Iyer | Team India | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের ডেপুটি হিসেবে বাজিয়ে দেখা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গত টি-২০ বিশ্বকাপের পর থেকে কুড়ি-বিশের খেলায় জাতীয় দলের জার্সিতে দেখা যায় নি রোহিতকে (Rohit Sharma)। হার্দিককেই দেখা গিয়েছে নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিতে। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচেও অধিনায়কত্ব করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে আগামীর অধিনায়ক যে তিনিই সে বিষয়ে নিশ্চিত সকলেই। টেস্ট ক্রিকেটে রোহিতের উত্তরসূরি বাছতে গিয়ে সমস্যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। হার্দিক (Hardik Pandya) ২০১৮ সালের পর টেস্ট ক্রিকেট খেলেন নি। সুতরাং দৌড়ে নেই তিনি। যাঁদের নাম প্রথমে ভাসছিলো ক্রিকেটমহলের অন্দরে সেই রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারাদের (Cheteshwar Pujara) প্রত্যেকের বয়স ৩৫ বা ৩৬-এর আশেপাশে। নেতা হিসেবে দীর্ঘসময় দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ সম্ভবত তাঁদের সামনে নেই। এছাড়া জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) নাম ঘোরাফেরা করলেও তিনি বেশ চোটপ্রবণ, যা ভাবাচ্ছে বোর্ডকে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) টেস্টে নেতা করা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বোর্ডের অন্দরে। মুম্বইয়ের শ্রেয়সের বর্তমানে বয়স ২৮। ১০ টেস্টে ৪৪.৪ গড়ে ৬৬৬ রান করেছেন তিনি। বয়সে তরুণ শ্রেয়সকেই লম্বা রেসের ঘোড়া মনে করছেন জয় শাহ, রজার বিনি’রা। নেতৃত্ব তাঁর কাছে নতুন কিছু নয়। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে তিনি দিল্লী ক্যাপিটালসের (DC) দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেতা। এছাড়া মুম্বইকে লাল বলের ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

বালজিং ডিস্কের জন্য মাসখানেক আগে অস্ত্রোপচার করাতে হয়েছে শ্রেয়সকে (Shreyas Iyer)। সেই কারণেই আপাতত মাঠের বাইরে তিনি। আসন্ন উইন্ডিজ সফরে তাঁর না থাকারই সম্ভাবনা। শোনা যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট দলের অধিনায়ক থাকছেন রোহিতই (Rohit Sharma)। তারপরেই নেতা হিসেবে শ্রেয়সের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। টেস্ট দলের অধিনায়ক হিসেবে শ্রেয়সের (Shreyas Iyer) প্রথম পরীক্ষা হতে চলেছে সিংহের ডেরায়।

Also Read: আচমকাই পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন নাজম শেঠি, PCB’র নয়া চেয়ারম্যান জাকা আসরাফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *