ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইআর (Shreyas Iyer)। চলতি সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন শ্রেয়স আইয়ার। ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান বিগত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে বেশ ট্রোলের মুখে পড়েছিলেন। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই শ্রেয়াসের পারফরম্যান্স নিয়ে সমাজ মাধ্যমে চুলচেরা বিচার চলছিল। টেস্ট ক্রিকেটে ফেরার উদ্দেশ্যে শ্রেয়াসকে দুলীপ ট্রফির (Duleep Trophy) মঞ্চে ভারতীয় ডি দলকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। তবে ক্যাপ্টেন শ্রেয়াসের (Shreyas Iyer) ব্যাট থেকে সেইভাবে কোনো বড় প্রদর্শন দেখা যায়নি।
ফর্মে ফিরলেন শ্রেয়স
আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস জাতীয় দলে ফিরেছেন। জুলাই মাসে শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে শ্রেয়াসকে ভারতীয় দলে কাম ব্যাক করতে দেখা গিয়েছিল। তবে শ্রীলঙ্কা সিরিজে ব্যার্থ হয়েছিলেন শ্রেয়স। চলতি বছরের মার্চ মাসে বিসিসিআইয়ার বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। বিসিসিআইয়ের কথা অমান্য করেছিলেন শ্রেয়াস আইয়ার। তাই তাকে কঠিন শাস্তি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)।
Read More: IND vs BAN: এই ক্রিকেটারের সাথে অন্যায় করছেন গম্ভীর-রোহিত, ক্ষমা করবেন না স্বয়ং ঈশ্বর’ও !!
জাতীয় টেস্ট দলে ফেরার জন্য শ্রেয়াসকে দিলীপ ট্রফিতে সামিল করেন নির্বাচকরা। তবে দলীপ মঞ্চেও ব্যর্থ হওয়া শ্রেয়াস আইআরের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে ব্যার্থ হয়েছেন। একটি ম্যাচেও জয় সুনিশ্চিত করতে সক্ষম হয়ে ওঠেনি তার নেতৃত্বাধীন দল। প্রথম দুই টেস্ট ম্যাচে শ্রেয়াসের ব্যাট থেকে ২৬ গড়ে এসেছিল মাত্র ১০৪ রান। দলিপ ট্রফির মঞ্চে একেবারে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ‘ভারত বি’ এবং ‘ভারত ডি’। ‘ভারত বি’ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে শ্রেয়াশা আইআর খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন এরপর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে দেখা যায় একটি দ্রুত অর্ধশতরান। মাত্র ৩৭ বলে ৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়াস।
সমাজ মাধ্যমে শিরোনামে ধনশ্রী
তারপর থেকেই চাহালের স্ত্রী ধানশ্রী ভার্মা সমাজমাধ্যমে বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছেন। মূলত শ্রেয়াস আয়ারের সঙ্গে চাহাল স্ত্রী ধনশ্রীর সম্পর্কের গুঞ্জন সমাজ মাধ্যমে কান পাতলেই শোনা যায়। সেই কারণে শ্রেয়াসের এই দুর্দান্ত ইনিংস দেখে ধনশ্রী নাকি এমন ফটো শেয়ার করেছেন বলে মত নেটিজেনদের। সমাজ মাধ্যমে জমকালো পোশাকে অবতীর্ণ হয়েছেন ধনশ্রী।