আগামীকাল শুরু হতে চলেছে আইপিএল ২০২৫’ এর মেগা নিলাম (IPL 2025 Auction)। আর মেগা নিলামের আগেই প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকে আসলো একটি দুর্দান্ত শতরান। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছে আইপিএল জয়ী অধিনায়ক আইয়ারকে। চলতি বছরেই কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে আইপিএল খেতাব জয় করেছিলেন শ্রেয়াস। তবে আসন্ন নিলাম এর আগেই দল ছাড়ার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের ব্যাট কথা বলছে। প্রথমে রঞ্জি ট্রফিতে এবং এখন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সেঞ্চুরির ঝড় তুলেছেন শ্রেয়স।
নিলামের আগেই শতরান হাঁকালেন শ্রেয়স
প্রসঙ্গত, আইপিএল ২০২৫’এর নিলামের আগেই অসাধারণ শতরান হাঁকিয়ে ফেললেন শ্রেয়স (Shreyas Iyer)। প্রথম ম্যাচে মিজোরামের মুখোমুখি হয়েছিল মুম্বাই দল। প্রথমে ব্যাট করে মুম্বাই যেখানে ৪৭ বলে সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়স ৫৭ বলে ১৩০ রানের ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন। ১১টি চার ও ১০টি ছক্কার বিনিময়ে তিনি তার এই শতরানের কীর্তিমান রচনা করেছিলেন। তার ইনিংসের ভিত্তিতে মুম্বাই চার উইকেট হারিয়ে ২৫০ রান করে। শ্রেয়স ছাড়াও শামস মুলানি ২৪ বলে ৪১ রান করেন এবং পৃথ্বী শ ২২ বলে ৩৩ রান করেন। শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) হলেন সেই খেলোয়াড়দের মধ্যে একজন যার দিকে মেগা নিলামে অনেক ফ্র্যাঞ্চাইজির নজর রাখবে।
Read More: Shreyas Iyer: নিলামের আগেই ভুল ভাঙলো নাইট রাইডার্সের, ৩০ কোটিতে ‘ক্যাপ্টেন’ শ্রেয়সকে ফেরাচ্ছে চ্যাম্পিয়নরা !!
শ্রেয়স আইয়ারের ক্যারিয়ার
শ্রেয়সের (Shreyas Iyer) এই ইনিংসটি শুধু আইপিএল দলে ফেরার জন্য নয় বরং ভারতীয় দলের পুনরায় সুযোগ পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনিংস চলতি বছরের মার্চ মাসে ঘরোয়া ক্রিকেট উপেক্ষা করাতেই ভারতীয় দলের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন শ্রেয়াস পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে তিনি যে সুন্দর ফর্মে রয়েছেন তাতে খুবই শীঘ্রই জাতীয় দলে সুযোগ পেতে পারেন ভারতের জার্সিতে শ্রেয়াস ১৪ টেস্টে ৩৬.৮৬ গড়ে বানিয়েছেন ৮১১ রান। ৬২টি ওডিআই ম্যাচে ৪৭.৪৭ গড়ে বানিয়েছেন ২০৪১ রান ও টি-টোয়েন্টি ফরমেটে ভারতের জার্সিতে ৩০.৬৭ গড়ে বানিয়েছেন ১১০৪ রান। পাশাপাশি আইপিএলের কথা বলতে গেলে ১১৫ টি ম্যাচ খেলে ৩২.২৪ গড়ে ৩১২৭ রান বানিয়েছেন তিনি।