শ্রেয়াস আইয়ারের জন্য বন্ধ হচ্ছে টিম ইন্ডিয়ার হওয়া-পানি, এই প্লেয়ার ছিনিয়ে নেবেন জায়গা !! 1

Shreyas Iyer: ভারতীয় ক্রিকেটের অগ্রগতির সাথে সাথে খেলোয়াড়দের দলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং দলের সঙ্গে প্রায় লম্বা সময় ধরে প্রদর্শন দেখানো হয়ে উঠেছে এক কঠিন কাজ। প্রদর্শন এবং ফিটনেস বজায় রেখে খেলোয়াড়দের সকল সময়ের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে, নতুন কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আশার পর থেকেই ভারতীয় দলের নিয়মকানুনে দেখা যাচ্ছে বদল। যদিও, চলতি সময়ে ভারতীয় দলের পারফর্মেন্স খুবই সাধারণ, কয়েকদিন আগেই শ্রীলংকার বিরুদ্ধে সাদা বলে দুটি সিরিজ খেলেছিল ভারতীয় দল।

দল থেকে বাদ পড়বেন আইয়ার

Shreyas Iyer, indian cricket team, team india
Shreyas Iyer | Image: Getty Images

আর এই দুই সিরিজে ভারতীয় দল ব্যট হাতে তাদের সেরা প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে পরাস্ত করেছিল এরপর ওডিআই সিরিজে ভারতের বিরুদ্ধে সাধারণ পারফরমেন্সের কারণে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজে জয় ছিনিয়ে নেয় শ্রীলংকা। ভারতীয় দলের এই পারফর্মেন্সের পর আসন্ন দিনে দলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এই সিরিজের দিকে নজর দিলে দল থেকে ছুটি হতে পারে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer)। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে বিসিসিআই এর নিয়ম ভঙ্গ করার জন্য শ্রেয়াসকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল, এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও তাকে বাদের খাতায় রাখা হয়।

তবে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজে আবার কামব্যাক করেন এই তরুণ খেলোয়াড়। তিনি দলে ফিরে এসেও প্রত্যাশা মতন প্রদর্শন দেখাতে হয়েছেন ব্যর্থ। এবার জাতীয় দলে তার জায়গা নিয়ে উঠছে সংশয়। ওডিআই ফরম্যাটে শ্রেয়াস ভারতের হয়ে ৬২ ম্যাচে ৪৭.৪৭ গড়ে ও ১০১.২১ স্ট্রাইক রেটে ২৪২১ রান বানিয়েছেন ও ১৮বার অর্ধশতাধিক রান সহ ৫টি শতরান বানিয়েছেন। তবে এবার তার জায়গা ছিনিয়ে নিতে চলেছেন ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

স্কাই ছিনিয়ে নেবেন শ্রেয়সের জায়গা

Suryakumar yadav, world cup 2023
Suryakumar Yadav | Image: Getty Images

ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সূর্যকুমার। মন্তব্য করে তিনি জানিয়েছেন, “আমি ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চাই। শুধু টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হয়ে থাকতে চাই না। তাই আমি আগামী বুচিবাবু প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। এখানে লাল বলে আমার অনুশীলন হয়ে যাবে। ফলে আগামী মরসুমের আগে তৈরি থাকতে পারব।

সূর্যকুমার টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠলেও তিনি টেস্ট ও ওডিআই ফরম্যাটে সেভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারেননি। ১ টেস্টে তিনি মাত্র ৮ রান বানাতেই সক্ষম হয়েছিলেন যেখানে ৩৭ ওডিআই ম্যাচে ২৫.৭৭ গড়ে ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে ৭৭৩ রান বানিয়েছেন।

Read Also: Shreyas Iyer: রোহিত শর্মার আগে চলবে না গম্ভীরের দাদাগিরি, শ্রেয়াসকে বাদ দিয়ে এই খেলোয়াড়কে করাবেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *