বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে রয়েছে। অজি বাহিনীদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে লজ্জাজনক হার দিয়ে যাত্রা শুরু করেছিল ব্লু ব্রিগেডরা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে তারা। এর মধ্যেই একদিনের সিরিজে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে আইসিইউতে পর্যন্ত ভর্তি করা হয়। বর্তমানে এই তারকা ব্যাটসম্যান ধীরে ধীরে নিজেকে সুস্থ করে তুলছেন। তবে আসন্ন একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
Read More: “সূর্য উঠবে তবুও নাইট…” KKR-এ যাচ্ছেন না রোহিত শর্মা, রহস্যময় পোস্টে নিশ্চিত করলো মুম্বাই পল্টন !!
শ্রেয়স আইয়ারের চোট-

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে সিডনিতে ফিল্ডিং করার সময় চোটের সম্মুখীন হন শ্রেয়স আইয়ার। অ্যালেক্স ক্যারির (Alex Carey) মারা একটি বল ক্যাচ ধরতে গিয়ে তিনি পিছন দিকে কিছুটা ছুটে গিয়েছিলেন। বলটি তালু বন্দী করলেও ভারসাম্য না রাখতে পেরে এই তারকা ক্রিকেটের মাঠের মধ্যে পড়ে যান। ফলে কোমরের ওপরে বাঁদিকে গুরুতর চোট পান। মাঠের মধ্যেই তাকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
পরে চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হওয়ায় সিডনির হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল শ্রয়সকে (Shreyas Iyer)। এরপরই ক্রিকেট ভক্তরা তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ আছেন বলে নিজেই বার্তা দিয়েছেন এই তারকা। উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে তিন ম্যাচের মধ্যে দুই ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। তিনি দুই ইনিংসে ৭২ রান সংগ্রহ করেন।
ছিটকে গেলেন আসন্ন সিরিজ থেকে-

বর্তমানে শ্রেয়স আইয়ারের শারীরিক পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে তিনি জানুয়ারি মাসের আগে মাঠে ফিরতে পারবেন না বলে চিকিৎসকরা মনে করছেন। বিসিসিআইয়ের (BCCI) সূত্র অনুযায়ী দু’মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। এর ফলে নিশ্চিত যে তিনি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজে অংশগ্রহণ করবেন না। প্রোটিয়াদের বিপক্ষে ৩০ নভেম্বর থেকে ওডিআই সিরিজে ঘরের মাঠে নামবে ব্লু ব্রিগেডরা।
অন্যদিকে ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে ভারতীয় দল নিউজিল্যান্ডের (India vs Newzealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নামবে। এই সিরিজেও শ্রেয়সের দেশের জার্সিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান সম্প্রতিক সময় শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেশের হয়ে সুযোগ পাচ্ছেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দলকে ট্রফি এনে দিয়েছিলেন। এখনও পর্যন্ত দেশের হয়ে ৭৩ টি ওডিআই ম্যাচে এই আলোচিত ব্যাটসম্যান সংগ্রহ করছেন ২৯১৭ রান।