আবারও বঞ্চনার শিকার শ্রেয়স আইয়ার, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে পেলেন না ডাক !! 1

দীর্ঘ প্রতিক্ষার পর ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দল (IND ‘A’ vs ENG Lions) প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় ‘এ’ দলের সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দলটি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২ টি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলবে। এরপর ভারতীয় জাতীয় দলের সঙ্গে আন্তঃস্কোয়াড ম্যাচে মাঠে নামবে ব্লু ব্রিগেডদের ‘এ’ দল। এই স্কোয়াডে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের আবারও ফিরিয়ে এনেছে বিসিসিআই (BCCI)। কিন্তু সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জায়গা করে নিতে পারলেন না। যা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

Read More: IPL 2025: আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন উইল জ্যাকস, বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!

ভারতীয় ‘এ’ দলে নেই শ্রেয়স-

আবারও বঞ্চনার শিকার শ্রেয়স আইয়ার, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে পেলেন না ডাক !! 2
Shreyas Iyer | Images: Getty Images

ইংল্যান্ড সফরের জন্য গুরুত্বপূর্ণ ভারতীয় ‘এ’ দল (IND ‘A’ vs ENG Lions) শুক্রবার প্রকাশিত করা হয়েছে। এই দলে বেশকিছু ক্রিকেটারদের প্রস্তুতির জন্য রাখা হয়েছে যারা ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ভারতীয় জাতীয় দলে জায়গা পাবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতীয় ‘এ’ দলে জায়গা করে নিতে পারলেন না। এই তারকা ব্যাটসম্যান গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজে শেষ সুযোগ পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মনে করা হচ্ছিল শ্রেয়স (Shreyas Iyer) ভারতীয় টেস্ট দলে আবার ফিরে আসতে চলেছেন। প্রস্তুতি হিসেবে তাকে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে পাঠানো হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতের জাতীয় টেস্ট দলের হয়ে তিনি অধিনায়কত্ব করতে পারেন বলেও খবর সামনে আসছিল। কারণ গত বছর তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর আইপিএলেও শ্রেয়সের (Shreyas Iyer) নেতৃত্বেই পাঞ্জাব কিংস একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে চলেছে। অন্যদিকে ব্যাট হাতেও সাম্প্রতিক সময় শ্রেয়স দুরন্ত ফর্মে রয়েছেন। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) তিনি ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। চলতি আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ১২ ম্যাচে ৪০৫ রান।

জায়গা পেলেন করুন নায়ার, ঈশান কিষাণ-

আবারও বঞ্চনার শিকার শ্রেয়স আইয়ার, ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে পেলেন না ডাক !! 3
Karun Nair | Images: Getty Images

এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে সুযোগ পেয়েই জ্বলে উঠেছিলেন করুন নায়ার (Karun Nair)। এছাড়াও তিনি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন। ফলে দীর্ঘ সময়ের পর ভারতীয় ‘এ’ দলে জায়গা পেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি এই সফরে ভালো পারফর্মেন্স করলে জাতীয় দলেও জায়গা করে নিতে নিতে পারেন। অন্যদিকে প্রকাশিত ভারতীয় ‘এ’ দলের গুরুত্বপূর্ণ নামগুলি হলো শুভমান গিল (Shubman Gill), সাই সুদর্শন (Sai Sudarshan), ঈশান কিষাণ (Ishan Kishan), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। উল্লেখ্য ২০২৫ আইপিএলে শুভমান গিল এবং সাই সুদর্শন (Sai Sudarshan) গুজরাট টাইটান্সের (GT) হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন। এর সঙ্গেই সম্প্রতি বিসিসিআই (BCCI) আবার ঈশান কিষাণকে (Ishan Kishan) কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে এনেছিল। এই তারকা ব্যাটসম্যানের দিকেও জাতীয় নির্বাচকদের বিশেষ নজর রয়েছে।

ইংল্যান্ড সফরের জন্য প্রকাশিত ভারতীয় ‘এ’ দল-

অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুন নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক, উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অনশুল কাম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে

উল্লেখ্য শুভমান গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন।

Read Also: IPL 2025: জলে গিয়েছে বিপুল অর্থ, এই তারকা’কে দলে নিয়ে শুধুই আফসোস জুটেছে সঞ্জীব গোয়েঙ্কার ভাগ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *