গত ২৩ মার্চ মঙ্গলবার ভারত আর ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে শ্রেয়স আইয়ার আহত হয়ে গিয়েছিলেন। এখন তিনি ডাক্তারদের দেখরেখে রয়েছেন। বিসিসিআইও এই কথা নিশ্চিত করেছেন। স্ক্যানের পর জানা গিয়েছে যে তার চোট গুরুতর। এই অবস্থায় আইপিএলের আগামী মরশুমে তার খেলা যথেষ্ট মুশকিল। দিল্লি ক্যাপিটালসের তরফেও এই ব্যাপারে জানানো হয়েছে।
শ্রেয়স আইয়ারের হতে পারে সার্জারি
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথম ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আহত হয়েছিলেন। যাতে তার কাঁধে চোট লাগে। আপনাদের জানিয়ে দিই যে শ্রেয়স আইয়ারের এই কাঁধে আগেও চোট লেগেছিল। চোট যাতে গুরুতর না হয় এই কারণে তার সার্জারিও করা হতে পারে। এই কারণে তিনি আইপিএলে খেলতে পারবেন না। তার জায়গায় ঋষভ পন্থকে দিল্লির দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে। আইয়ার ভীষণই কম বয়সে খুবই ভালো অধিনায়কত্ব করেছেন আর তার অধিনায়কত্বেই দিল্লি ক্যাপিটালস গত বছর ফাইনাল খেলেছিল।
ভারতীয় দলের আইয়ারকে প্রয়োজন
প্রথম ওয়ানডে ম্যাচে আহত হওয়ার পর শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। প্রথম ওয়ানডে ম্যাচেও তার জায়গায় সূর্যকুমার যাদবকে ফিল্ডিং করতে মাঠে নামতে হয়েহিল। সার্জারির পর হতে পারে যে তিনি দিলি ক্যাপিটালসের হয়েও খেলতে না পারেন। দলের সহ মালিক পার্থ জিন্দালও টুইট করেছেন যে, “আমাদের অধিনায়ক আহত হয়ে গিয়েছেন। দৃঢ় হয়ে থেকো আর দ্রুতই সুস্থ হয়ে যাও। নিজের উপর ভরসা রাখা আর দ্রুতই প্রত্যাবর্তন করো। ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপে তোমাকে প্রয়োজন”।
Absolutely devastated and gutted for our skipper @ShreyasIyer15 – stay strong captain – hope for a very quick recovery. Have full faith that you will come back even stronger from this. India needs you in the T20 World Cup. @DelhiCapitals @BCCI
— Parth Jindal (@ParthJindal11) March 25, 2021