লাইভ ম্যাচে 'ভ্যাবাচ্যাকা' খেলেন শ্রেয়স, মাঠের মধ্যেই হারিয়ে ফেললেন বল !! 1

Shreyas Iyer: চ্যাম্পিয়ন ট্রফি গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই দল আপাতত গ্রুপ এ’ থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে উভয় দল সেমিফাইনালে টিকিট অর্জন করেছে। তবে আজকের ম্যাচের পরিসমাপ্তির পরে জানা যাবে কোন দুটি দল সেমিফাইনালে কাদের মুখোমুখি হতে চলেছে। আবার একবার টস হেরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম দুই ম্যাচে দ্বিতীয় ব্যাটিং করেছিল ভারত। তবে, আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে দলকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সম্মানজনক রানে পৌঁছাতে সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাটিং করতে এসে ভারত দল খুবই জলদি ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল। কঠিন পরিস্থিতিতে নাজেহাল ছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই শুভমান, রোহিত ও বিরাট কোহলি তিন জনকেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। ভারতের হয়ে আজ নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলে ফেললেন শ্রেয়াস আইয়ার। কিউইদের বিরুদ্ধে সর্বদা ভালো ব্যাটিং করে থাকেন তিনি। আজকের ম্যাচেও তিনি তার দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন।

শ্রেয়াসের হাত থেকে ছিটকে গেল বল

Shreyas iyer
Shreyas Iyer | Image: Twitter

কিউইদের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ২৪৯ রান বানাতে সক্ষম হয়েছে ভারত। কিউইদের বিরুদ্ধে আজকের ম্যাচ জেতার জন্য ভারতীয় দলের বোলার ও ফিল্ডারদের থেকে সিংহভাগ অবদান রাখার প্রয়োজন ছিল। তবে আজ সপ্তম ওভারে শ্রেয়স আইয়ার একটি বাজে মিস করেন। অক্ষর প্যাটেলের এই ওভারে উইল ইয়ং (Will Young) কভার অঞ্চলের দিকে একটি বল ঠেলে দেন, দাঁড়িয়ে থাকা শ্রেয়াস বলটি ধরলেও মাঠের মধ্যে বল হারিয়ে ফেলেন। সেই সময়ের মধ্যে একটি রান চুরি করে নেন তারা।

দেখেনিন ভিডিও

Read Also: “অভ্যাস হয়ে দাঁড়িয়েছে…” ১১ রান বানিয়ে উইকেট হারালেন কোহলি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *