IND vs NZ: জমে উঠেছে ভারত এবং নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড দল। অন্যদিকে একটানা ১২ টি ওডিআই ম্যাচে টস হারতে হলো টিম ইন্ডিয়াকে। আজকের মেগা ম্যাচে কোনো পরিবর্তন না করেই খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। পঞ্চম বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত তো অন্যদিকে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে অসাধারণ সূচনা করেছে নিউজিল্যান্ড। মেগা ম্যাচে ভারতীয় দলের শুরুটা খুবই খারাপ হয়েছে। কিউই দলের হয়ে ওপেনিং করতে এসে উইল ইয়ং (Will Young) এবং রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। ভারতীয় দল আবার একবার দুটি পেশার এবং চারজন স্পিনারদের নিয়েই মাঠে নেমেছে, প্রথম থেকেই রচীন আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আপাতত যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সে কটি ম্যাচে ব্যাটসম্যানদের শান্ত রেখেছিল ভারতীয় বোলাররা।
রাচিনের ক্যাচ ফেললেন শ্রেয়স আইয়ার

তবে আজকে শুরু থেকেই রান বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে। পাওয়ার প্লের ভিতরেই অতিরিক্ত আক্রমণত হতে গিয়ে মোহাম্মদ শামির হাতে একটি ক্যাচ তুলে দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। তবে মোহাম্মদ শামি সেই ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছিলেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আক্রমণ দেখা ক্যাপ্টেন রোহিত শর্মা বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন। আর পাওয়ার প্লের ভিতরে বরুণকে টার্গেট করতে গিয়ে একটি সুইপ খেলে বসেন রবীন্দ্র। বলটি অনেক উচ্চতা হয়ে যায় এবং ডিপ ফাইন লেগে উড়ে যায় অনেক দৌড়ে বলের নিচে পৌঁছালেও ক্যাচ ফেলে দেন তিনি। ২৯ রানের মাথায় দ্বিতীয়বার জীবন দান পান রবীন্দ্র। যদিও পাওয়ারপ্লে শেষ হতেই প্রথম বলে রবীন্দ্র কে সরাসরি বোল্ড করে দেন কুলদীপ। ২৯ বলে ৩৭ রান বানিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রাচিন রবীন্দ্রকে।