বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল, কিউইদের বিরুদ্ধে ভারত তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলেছে। নতুন বছর শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে দুঃসংবাদ। ভয়ংকর চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় প্রায় পাশ করার পরেও শেষ মুহূর্তে থমকে গেল শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন। আসলে, বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স থেকে এখনও ছাড়পত্র মিলল না ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়কের।
গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার

নভেম্বরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অ্যালেক্স ক্যারির (Alex Carrey) ক্যাচ ধরতে গিয়ে প্লীহায় মারাত্মক চোট পেয়ে গিয়ে ছিটকে যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁকে দ্রুত অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতায় বড় বিপদ কাটলেও, এই চোটের প্রভাব দীর্ঘমেয়াদি হয়। প্রায় তিন দিন হাসপাতালে কাটানোর পর দেশে ফেরেন তিনি। এরপর শুরু হয় কঠোর রিহ্যাব।
Read More: বাদ রোহিত-কোহলি, তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন ৩ ভারতীয় তারকা !!
এমনকি, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হয় শ্রেয়সকে। দ্রুত ভারতীয় দলে কামব্যাক করার জন্য নিজের চিকিৎসা ও ফিটনেসের উপর বেশ গুরুত্ব দিতে শুরু করেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে রিহ্যাব করেন তিনি। পরিকল্পনা ছিল, ৩১ ডিসেম্বর সেন্টার অফ এক্সেলেন্স ছেড়ে তিনি সরাসরি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। কিন্তু শেষ মুহূর্তে খেলেন বড় ধাক্কা। এনসিএর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, প্লীহায় চোটের ধকল সামলাতে গিয়ে এক মাসে প্রায় ৬ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এর ফলে শরীরের শক্তি ও সহনশীলতা এখনও আন্তর্জাতিক ম্যাচের জন্য যথেষ্ট নয়।
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত শ্রেয়স

বোর্ড অবশ্য কোনও ঝুঁকি নিতে চায়নি। চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ – ওজন ও শক্তির ভারসাম্য স্বাভাবিক পর্যায়ে না এলে ফিট সার্টিফিকেট দেওয়া যাবে না। ফলে আরও অন্তত এক সপ্তাহ তাঁকে সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হবে। সেখানে বিশেষ ডায়েট, জিম ও বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে শরীরের শক্তি ফেরানোর ওপর জোর দেওয়া হচ্ছে। শ্রেয়স আইয়ারের ৩ ও ৬ জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলার কথা ছিল। তবে, তিনি আর এই দুটি ম্যাচ খেলতে পারবেন না। কিউইদের বিরুদ্ধে ১১ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। আর এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।