ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভারতের নতুন অধিনায়ক, গিল-পন্থকে ছাপিয়ে এক চমকপ্রদ নাম পেলেন দায়িত্ব !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেট দলের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইংল্যান্ড সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার অধিনায়কের পরিবর্তন লক্ষ করা যাবে। দীর্ঘদিন ধরে বিরাট কোহলি (Rohit Sharma), রোহিত শর্মার (Rohit Sharma) মতো অভিজ্ঞ তারকারা টেস্ট নেতৃত্ব সামলেছেন।  তাঁদের অবসরের পর এবার নেতৃত্বের দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে তুলে দিচ্ছে বোর্ড। ইংল্যান্ড সিরিজে শুভমান গিল ছিলেন অধিনায়ক এবং  ঋষভ পন্থকে করা হয়েছিল সহ অধিনায়ক। তবে এবার স্টার ব্যাটসম্যানকে নতুন দায়িত্ব তুলে দেওয়া হবে।

নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করবে BCCI

shreyas-to-lead-india-a-in-one-game bcci
Shreyas Iyer | Image: Twitter

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত দুই বছরে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেয়স আইয়ার নিজেকে প্রমাণ করেছেন। তিনি শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার নন, বরং একজন কৌশলী অধিনায়কও। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল শিরোপা জেতানোর পর পাঞ্জাব কিংসের হয়ে দলকে ফাইনালে পরিচালনা করা তাঁর নেতৃত্বগুণকেই সামনে এনেছে। বিসিসিআই চাইছে এবার টেস্ট ফরম্যাটে তাকে দায়িত্ব তুলে দিতে। আইয়ার মূলত শান্ত মেজাজের অধিনায়ক তাই তাকেই এই গুরু দায়িত্ব তুলে দিতে চলেছে বিসিসিআই। শুভমান গিল ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন। তবে নেতৃত্বের অভিজ্ঞতায় তিনি এখনও পিছিয়ে। ইংল্যান্ডে ভারত সিরিজ সমতা ফেরালেও শুভমানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

Read More: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স, আরও একবার ব্রাত্যই রইলেন ঈশান কিষণ !!

শুভমান ও পন্থকে নিয়ে ঝুঁকি নিতে চায়না BCCI

Shubman gill, ind vs eng
Shubman Gill and Rishabh Pant | Image: Getty Images

অন্যদিকে ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন যার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর খেলার সম্ভবনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। ফলে ব্যাটিং ও নেতৃত্বের অভিজ্ঞতা মিলিয়ে শ্রেয়স আইয়ারই সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে উঠে এলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের এই সিরিজটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিরিজ। শুধু ডব্লিউটিসি চক্রের জন্যই নয় এটি ভারতের নতুন যুগের সূচনা। সূত্রের খবর, আইয়ারকে আগামী দিনের জন্য লাল বল ক্রিকেটের মুখ হিসেবে দেখা হচ্ছে। এই সিরিজে আইয়ারের নেতৃত্ব ভারতীয় দলের পুনগঠন হতে চলেছে।

Read Also: পাকিস্তানের ক্রিকেট মাঠে ফাটলো বোমা, জঙ্গী হানায় মৃত এক, আহত অনেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *