অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ এবং ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াড প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড তরুণ খেলোয়াড়দের উপরেই দায়িত্ব তুলে দিয়েছে। দলে বেশিরভাগ তরুণ খেলোয়াড়দের ভিড় লক্ষ করা যাচ্ছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিলকে (Shubman Gill) দায়িত্ব দেওয়া হয়েছে। শুভমান এখন টেস্ট ও ওডিআউ দুই ফরম্যাটেরই দায়িত্ত্ব সামলাচ্ছেন। ভারতীয় দলের কথা বলতে গেলে, ভারত ২০২৭’ বিশ্বকাপের (World Cup 2025 Roadmap) অভিযান এই অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই শুরু করতে চলেছে।
ওডিআই দলের দায়িত্ব পেলেন শুভমান গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামি সিরিজে ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, প্রথম ম্যাচে শুভমান গিল (Shubman Gill) নয় বরং শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়াকে। শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হবে প্রথম ম্যাচের জন্য এবং সেই সুযোগে আইয়ারের হাতে উঠছে অধিনায়কত্বের দায়িত্ব। আসলে, গত ১ বছরে একটানা একাধিক ম্যাচ খেলেছেন শুভমান গিল। চলতি সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছেন তিনি। এরপর অস্ট্রেলিয়াতে (Australia tour) তাঁকে ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ দুটোই খেলতে হবে। যে কারণে প্রথম ওডিআই ম্যাচে বিশ্রামে (new captain for India) থাকতে পারেন তিনি।
Read More: “BCCI বিশ্বাসঘাতকতা করেছে..”, রোহিত শর্মাকে সরানোয় বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী, করলেন এই মন্তব্য !!
প্রসঙ্গত, শ্রেয়াস আইয়ারের ক্রিকেটীয় যাত্রা বরাবরই রোলার কোস্টারের মতো। চোট ও বিসিসিআইয়ের সঙ্গে অন্তদ্বন্ধের কারণে বেশ কিছু সময় ভারতীয় দলের বাইরেই ছিলেন তিনি। তবে, ওডিআই ফরম্যাটে তিনি ভারতীয় দলের অন্যতম ভরসা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং আইপিএলে মঞ্চে করা ভালো ইনিংস তাঁকে ফের আলোচনায় এনেছে। এবার সেই ফর্মকেই কাজে লাগিয়ে আইয়ারকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team management of BCCI)। সূত্রের দাবি, ২০২৭’ সালের দিকে তাকিয়ে নতুন দল গঠনেই তাকিয়েছে নির্বাচক্ররা।
শ্রেয়াস দেবেন প্রথম ম্যাচে নেতৃত্ব

রোহিত শর্মাকে অধিনায়িকত্ব থেকে সরিয়ে বোর্ড তাদের পরিকল্পনা স্পষ্ট করে দিয়েছে। শুভমান প্রথম ম্যাচে বিশ্রাম নিলে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে মাঠে নামবে ভারত। তাঁর নেতৃত্বগুণ নতুন কিছু নয়। আইপিএলে (IPL news) পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক (captaincy) হিসেবে তিনি আগেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত, বোলারদের ঠিক ভাবে পরিচালনা করা ও তাঁর ব্যাটিং ফর্ম- সবকিছুই নজর কেড়ে নিয়েছে বিসিইসিআইয়ের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের সম্ভব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), কেএল রাহুল (উইকেট কিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্ষিত রানা, অর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।