ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে আবারও ক্রিকেট মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।সম্প্রতি এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরাও শ্রেয়াসকে না নেওয়ায় অজিত আগারকারের নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলেছে। বিগত দুই বছর ধরে বেশ দারুন ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে শ্রেয়সের প্রদর্শন ছিল অসাধারণ।শ্রেয়াসকে বাদ দেওয়া স্বস্তির খবর নয়, বরং সহানুভূতি ও বিতর্কের ঝড় উঠেছে। তবে শ্রেয়সের দলে ফেরা নিয়ে আশার আলো আছে—কারণ খুব শিগগিরই ভারতীয় এ দল এবং অস্ট্রেলিয়া ‘এ’ দল মুখোমুখি হতে চলেছে।
এশিয়া কাপে জায়গা হয়নি শ্রেয়সের

অস্ট্রেলিয়ার এ দলের বিপক্ষে ভারত এ দলের জন্য আইয়ার নির্বাচিত হবেন কি না, সেই প্রশ্ন হয়তো বড় নয়। মূল বিষয় হলো তিনি কোন ভূমিকা গ্রহণ করবেন বা তাঁকে কিভাবে ব্যবহার করা হবে সে নিয়ে। তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে নাকি ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ জায়গা ? সেটা নিয়েই নির্বাচকদের মধ্যে ভাবনা চলছে। এই মুহূর্তে আইয়ার রয়েছেন ব্যাঙ্গালুরুতে সেখানে দুলীপ ট্রফিতে পশ্চিম জোনের হয়ে খেলছেন তিনি। ওয়েস্ট জোনের হয়ে খেলছেন শ্রেয়স। সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে যদিও বড় রান পাননি—খলিল আহমেদের বলে ২৫ রানে আউট হন শ্রেয়স। তবে তাঁর ছোট্ট ইনিংসেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের ঝলক দেখা গিয়েছিল। যদিও, নির্বাচকরা অবশ্য এটিকে খুব একটা নেতিবাচকভাবে দেখছেন না। আইপিএলের মঞ্চে শ্রেয়স আইয়ার সবসময়ই অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত। তাছাড়া, এই মৌসুমে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তা ছিল অসাধারণ।
Read More: শৈশবের কোচকে লাখ-লাখ টাকা আর্থিক সাহায্য, শিক্ষক দিবসে হার্দিক-ক্রুনালের অজানা গল্প প্রকাশ্যে !!
ক্যাপ্টেনসি পাচ্ছেন শ্রেয়স

তাঁর ক্যাপ্টেন্সিতে আইপিএলের তিনটি দল ফাইনাল খেলেছে এবং একটি দল শিরোপা জয়ও করেছিল। তবুও সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে তাঁকে রাখা হয়নি। তবে লাল বলের ক্রিকেটে তাঁর জায়গা এখনও পাকাপোক্ত বলে মনে হচ্ছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার তাঁকে দেখা যেতে পারে। শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন। ওডিআই ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) তাঁকে ‘সাইলেন্ট কিলার’ নামেও বর্ণনা করেছিলেন। সূত্রের খবর, শ্রেয়স আইয়ারকে এবার ভারতীয় এ দলের ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব দেওয়া হবে।