ভাগ্য খুললো শ্রেয়াস আইয়ারের, এশিয়া কাপ দলে নিচ্ছেন সরাসরি এন্ট্রি !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পরিসমাপ্ত হওয়ার পর ভারতীয় দলের কাছে পাখির চোখ করার সুযোগ রয়েছে এশিয়া কাপ ২০২৫’কে (Asia Cup 2025)। বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়লাভ করেছিল ভারতীয় দল (Team India)। টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য ছিল টিম ইন্ডিয়া। এবার টিম ইন্ডিয়ার কাছে মস্ত বড় সুযোগ রয়েছে আসন্ন এশিয়া কাপ জয়লাভ করার। চলতি বছরের মার্চ মাসেই আইসিসি শিরোপা জিতেছিল ভারত। গৌতম গাম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে প্রথম আইসিসি শিরোপা জিতেছিল ভারত। এই টুর্নামেন্টে বিশেষ করে আরব আমিরশাহীর ধীর গতির উইকেটে ভারতীয় দলের প্রদর্শন ছিল দুর্দান্ত।

এশিয়া কাপে ফিরছেন শ্রেয়াস আইয়ার

Team india, শ্রেয়াস আইয়ার
Shreyas Iyer | Image: Getty Images

তাছাড়া, ভারতীয় দলের স্টার ক্রিকেটার শ্রেয়াস আইআর চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন। তিনি ভারতীয় দলের হয়ে এই টুর্নামেন্টের সর্বাধিক স্কোর বানিয়েছিলেন। বিগত কয়েক মাসে শ্রেয়াস নিজেকে বেশ পরিবর্তন করেছেন। ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছেন তিনি। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে তিনি তার নেতৃত্বের প্রভাব দেখিয়েছেন। ক্যাপ্টেন হিসাবে গতবারের সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছেন শ্রেয়াস। কলকাতা নাইট রাইডার্সের হয়র ২০২৪’এর আইপিএল শিরপা জিতেছিলেন শ্রেয়াস। এরপর ২০২৫’ সালে পাঞ্জাব কিংসের হয়ে আবার একবার দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন শ্রেয়াস। ক্যাপ্টেন্সির সাথে এবারের আইপিএলে নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন শ্রেয়াস।

Read More: “দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !!

এবারের আইপিএলে শ্রেয়াস ১৭ ইনিংসে ৫০.৩৩ গড়ে এবং ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬টি অর্ধশতরান সহ ৬০৪ রান বানিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর শ্রেয়াস যেমন ছন্দ ধীরে রেখেছেন, ঠিক তেমনই আইপিএলেও সেই ছন্দ ধরে রেখেছিলেন শ্রেয়াস। তাঁর অনবদ্য প্রদর্শনের পর এবার তাকে টি-টোয়েন্টি দলেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। সামনেই এশিয়া কাপ, আর সেই মর্মেই এশিয়া কাপের দলে এন্ট্রি হতে পারে শ্রেয়াসের। সূত্রের দাবি, যেভাবে গত ১ বছরে ঘরোয়া ক্রিকেটে শ্রেয়াস দাপিয়ে বেড়িয়েছেন তাতে শ্রেয়াসকে লম্বা সময় ধরে সাদা বলের ক্রিকেটে সুযোগ দিতে চায় বিসিসিআই।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন শ্রেয়াস

Shreyas iyer
Shreyas Iyer | Image: Getty Images

শ্রেয়াস শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০২৩ সালে। তারপর আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তাঁর। তবে, আসন্ন এশিয়া কাপের মঞ্চে শ্রেয়াস দলে ফিরতে পারেন, সূত্রের দাবি স্পোর্টস হার্নিয়া অপারেশনের জন্য এশিয়া কাপে খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার। তাঁর জায়গাতেই ব্যাটিং করার সুযোগ পাবেন শ্রেয়াস। ভারতীয় দলের জার্সিতে আইয়ার ৫১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৪৭ ইনিংসে ৩০.৬৭ গড় এবং ১৩৬.১৩ স্ট্রাইক রেটে ১১০৪ রান বানিয়েছেন। এমনকি, এই ফরম্যাটে তাঁর নামে ৮টি অর্ধশতরানও রয়েছে।

Read Also: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *