ভারতীয় দলের (Team India) টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তারকা খেলোয়াড়ের অবসর নিয়ে বেশ কয়েক মাস ধরে চলছিল জল্পনা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছিলেন। এবার টেস্ট অবসর নেওয়ার পর তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি টেস্ট থেকে অবসর নিলেও ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। ভক্তদের ধারণা রোহিত হয়তো ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। তবে রোহিতের থেকে সেবিষয়ে কোনো আপডেট আসেনি। অবার একবার তার অধিনায়কত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর সুযোগ থাকলেও ভারতীয় দলের শেষ দুটি টেস্ট সিরিজ একেবারে বিফলে গিয়েছে। যে কারণে আপাতত টেস্ট ফরম্যাট থেকেই সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
অধিনায়কত্ব হারাবেন রোহিত

রোহিত ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ভারতীয় দল (Team India) তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত শিরোপা অর্জন করেছিলেন। মেগা ফাইনালের ক্যাপ্টেন রোহিত হয়েছিলেন ম্যাচের সেরা। ভারতীয় দল শেষ ১ বছরের মধ্যে দুটি আইসিসি শিরোপা জয় করেছে ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে। এবার ভারতীয় দল তাদের পরবর্তী আইসিসি টুর্নামেন্ট জেতার স্বপ্ন দেখছে রোহিতের নেতৃত্বেই। তবে সূত্রের দাবি এবার রোহিত শর্মা নাকি ওডিআই দল থেকেও বাদ পড়তে চলেছেন। ভারতীয় দলের তারকা খেলোয়াড়কে আর ওডিআই ফরম্যাটে দেখতে পাওয়া যাবে না। এবার নতুন অধিনায়ককে নিয়োগ করতে চাইছে বিসিসিআই।
Read More: চললো পাকিস্তানের দাদাগিরি, এশিয়া কাপ থেকে ভারতীয় দলকে ফেললো ছুঁড়ে !!
শ্রেয়স সামলাবেন ওডিআই দলের দায়িত্ব

রোহিত শর্মার নেতৃত্বে গত ১ বছর ধরে ভারতীয় দলের ডেপুটি হিসাবে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া গিয়েছে। তবে, বিসিসিআই ও প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শুভমান গিল নন বরং প্রতিভাবান খেলোয়াড় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দায়িত্ব দিতে চলেছে। শ্রেয়স ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে শিরোপা জয় করেছিলেন। ২০২০ সালের দিল্লী ক্যাপিটালসের হয়ে ফাইনালে পৌঁছেছিলেন। তাছাড়া এই মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে প্লে-অফে পৌঁছেছে তাঁর নেতৃত্বেই। দীর্ঘ ১১ বছর পর পাঞ্জাবকে ফাইনালে পৌঁছেছে। আপাতত আইপিএলের মঞ্চে সবথেকে সফল অধিনায়ক (জেতার শতকরা) তিনি ৮২টি ম্যাচে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৪৮ ম্যাচে জয় পেয়েছেন, তার জয়ের শতকরা হলো ৫৮.৫৩ যা এমএস ধোনি বা রোহিত শর্মার থেকেও বেশি। তাঁর এই অনবদ্য ক্যাপ্টেনসি করার দক্ষতা বেশ পছন্দ করেছেন বিসিআইয়ের কর্মকর্তারা। রোহিতের বদলে তাকে ভারতীয় (Team India) ওডিআই দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে পাওয়া যাবে।