ভারতের সামনে বর্তমানে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো আইসিসি (ICC) টুর্নামেন্ট রয়েছে। তার আগেই তারকা ক্রিকেটারদের চোট সমস্যা বর্তমানে বিসিসিআইয়ের (BCCI) মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে ঘাড়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন শুভমান গিল (Shubman Gill)। ফলে তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচে দলের বাইরে চলে গেছেন। শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) অস্ট্রেলিয়া সফরে গুরুতর চোট পেয়ে আসন্ন একাধিক সিরিজ থেকে ছিটকে গেছেন। এর মধ্যেই ভক্তদের ওপর মেজাজ হারালেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
Read More: আর খেলতে হবে না শ্রেয়স আইয়ারকে, চোটে ২ বছরের বনবাসে ভারতীয় ভাইস ক্যাপ্টেন !!
চোটের জন্যে ছিটকে গেছেন শ্রেয়স-

বর্তমানে শ্রেয়স আইয়ার জাতীয় দলে শুধুমাত্র ওডিআই ফরম্যাটে সুযোগ সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজে সম্প্রতি হারের সম্মুখীন হয়েছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজে সিডনিতে আলেক্স ক্যারির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পান শ্রেয়স। তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই তারকা। তবে কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
সূত্র অনুযায়ী আগামী দু’মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজ সহ আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে তিনি বাদ পড়তে চলেছেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এই বছর চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন।
মেজাজ হারালেন শ্রেয়স-

পাঞ্জাব কিংসের (Punjab Kings) সতীর্থ শশাঙ্ক সিং (Shashank Singh) এবং দলের অন্যতম মালিক প্রীতি জিন্টার (Preity Zinta) সঙ্গে সম্প্রতি এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি যখন অনুষ্ঠানে প্রবেশ করছিলেন সেই সময় ভক্তরা তার সঙ্গে সেলফি তোলার জন্য ছুটে আসেন। একজন বাউন্সার আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে সেলফি তুলছে চেষ্টা করেন। তখন শ্রেয়স তার প্রতি ক্ষুব্ধ হয়ে বলেন, “তোমার কাজ ভক্তদের থেকে দূরে রাখা।”
সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্রিকেট ভক্তটি আবেগপ্রবণ হয় সম্ভবত এইরকম ঘটনা ঘটিয়েছেন। ফলে অনেক নেটিজেন শ্রেয়সের এই ক্ষোভ প্রকাশের সমালোচনা করেছেন। উল্লেখ্য এই বছর পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দুরন্ত ফর্মে ছিলেন শ্রেয়স। তার নেতৃত্বে এই দলটি ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে মাঠে নামে। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জয় করতে পারেনি প্রীতি জিন্টার দল।