সারা বছর ধরেই বিভিন্ন টুর্নামেন্ট এবং বিপাক্ষিক সিরিজগুলিতে অংশগ্রহণ করে থাকেন ক্রিকেটাররা। ফলে আধুনিক ক্রিকেটে চোট পাওয়ার প্রবণতাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আইপিএল (IPL 2025) দলগুলি আগামী মরসুমের জন্য দল গুছানোর ক্ষেত্রে ক্রিকেটারদের চোটের বিষয়টি মাথায় রাখছেন। ডিসেম্বরের শুরুতেই মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই চাপের মুখে পড়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই দলের তারকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আগামী আইপিএল থেকে চোটের কারণে ছিটকে গেছেন। ফলে নতুন অধিনায়ক খোঁজার জন্য মাঠে নেমেছেন কর্মকর্তারা।
Read More: IPL’এর আগেই বদলে গেল মুম্বাইয়ের ক্যাপ্টেন, হার্দিক নয় সূর্যকুমার পেলেন দায়িত্ব !!
ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার-

শ্রেয়স আইয়ার সাম্প্রতিক সময় জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া সফরে (India vs Australia ODI Series) দলের সঙ্গে তিনি ছিলেন। ওডিআই সিরিজ চলাকালীন একটি দুর্দান্ত ক্যাচ নেওয়ার সময় পাঁজরে গুরুতর চোট পান এই জনপ্রিয় তারকা। যার কারণে তাকে হাসপাতালে আইসিইউ’তে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরেছেন। কিন্তু এখনই তিনি মাঠে ফিরতে পারবেন না বলে খবর সামনে এসেছে।
বিসিসিআইয়ের (BCCI) সূত্র অনুযায়ী এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং শুরু করতে তার দু’মাসেরও বেশি সময় লাগবে। ম্যাচের জন্য সম্পূর্ণরূপে ফিট হতে শ্রেয়সের আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ সহ নিউজিল্যান্ডের (India vs Newzealand ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজ থেকেও ছিটকে গেছেন শ্রেয়স। আইপিএলের আগামী মরসুমেও তাকে পাবে না পাঞ্জাব কিংস। ফলে নতুন অধিনায়ক খোঁজ শুরু করলেন কর্মকর্তারা।
পাঞ্জাবে আসছেন নতুন অধিনায়ক-

শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে এই বছর পাঞ্জাব কিংস (PBKS) ফাইনালে পৌঁছেছিল। কিন্তু প্রীতি জিন্টার দল শেষ পর্যন্ত ট্রফি জয় করতে পারেনি। ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) জয় তুলে নিয়ে নতুন ইতিহাস তৈরি করে। গত বছর শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই ট্রফি জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফলে এরকম একজন অভিজ্ঞ অধিনায়কের না থাকা দলকে চিন্তার মধ্যে রাখছে। সূত্র অনুযায়ী নতুন অধিনায়ক হিসেবে আর্শদীপ সিং (Arshdeep Singh)’কে দেখা যেতে পারে।
দীর্ঘদিন ধরে তিনি এই দলের হয়ে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই বছর ১৭ ম্যাচে ২১ টি উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন এই তারকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম মুখ আর্শদীপ। ফলে এই তারকা পেসারকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে দল। এছাড়াও পাঞ্জাবে মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) মতো অভিজ্ঞ তারকা রয়েছেন। তাকে এই পদে আনা যায় কিনা সে বিষয়েও আলোচনা করছেন কর্মকর্তারা।