ইংল্যান্ডের বিপক্ষে ভারতের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজকে বিসিসিআই (BCCI) বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এই টেস্ট সফরের আগে ভারতীয় ‘এ’ দল ৩ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড লায়ন্সের (IND ‘A’ vs ENG LIONS) বিরুদ্ধে মাঠে নামবে। বেশকিছু ক্রিকেটারদের এই সিরিজে প্রস্তুতির জন্য পাঠাতে পারেন কর্মকর্তারা। এছাড়াও একাধিক নতুন মুখ দলে জায়গা পেতে পারেন। এই বছর আইপিএলে (IPL 2025) একাধিক তরুণ ক্রিকেটার দুরন্ত পারফর্মেন্স করে নজর কেড়েছেন। ফলে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দল কেমন হবে তা নিয়ে বর্তমানে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই সফরের জন্য উঠে এসেছে একাধিক ক্রিকেটারের নাম।
Read More: বিরাট-রোহিতের পর শামি’র টেস্ট অবসর নিয়েও শুরু জল্পনা, সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পেস তারকার !!
অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন শ্রেয়স-

নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ মে থেকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে মাঠে নামবে ভারতীয় ‘এ’ (IND ‘A’ vs ENG LIONS) দল। সূত্র অনুযায়ী এই সফরে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিতে পারেন। গত বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা ব্যাটসম্যান। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে তিনি ১৪ ম্যাচে ৮১১ রান সংগ্রহ করেছেন। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো ব্যাটসম্যান অবসর ঘোষণা করার জন্য শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো ব্যাটসম্যানকে জাতীয় টেস্ট দলে ফিরয়ে আনতে চাইছেন নির্বাচকরা। ফলে প্রথমে প্রস্তুতি হিসেবে ভারতীয় ‘এ’ দলে সম্ভবত সুযোগ দেওয়া হবে শ্রেয়স আইয়ারকে। উল্লেখ্য অধিনায়ক হিসেবে সাম্প্রতিক সময় এই তারকা ব্যাটসম্যান নিজেকে প্রমাণ করেছেন। গত বছর আইপিএলে শ্রেয়সের (Shreyas Iyer) নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর তার নেতৃত্বে পাঞ্জাব কিংস (Punjab Kings) ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে আছে।
সুযোগ পাচ্ছেন ঈশান ও সুদর্শন-

ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং সাই সুদর্শনের (Sai Sudarshan) সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ঈশান কিষাণকে (Ishan Kishan) সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে এনেছে বিসিসিআই (BCCI)। এই বছর আইপিএলের মেগা নিলামে ১১.২৫ কোটি টাকার বিনিময়ে এই তারকা ব্যাটসম্যানকে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলে জায়গা করে দেয়। ঈশান কিষাণ (Ishan Kishan) অরেঞ্জ আর্মিদের হয়ে এই বছর আইপিএলের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছিলেন। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে এখনও পর্যন্ত ৫৮ ম্যাচে ৩৪৪৭ রান এসেছে। অন্যদিকে সাই সুদর্শন (Sai Sudarshan) তরুণ তারকা হিসেবে এই বছর আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি গুজরাট টাইটান্সের হয়ে ১১ ম্যাচে ৫০৯ রান সংগ্রহ করে পার্পেল ক্যাপের দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই তরুণ তারকার ব্যাট থেকে এখনও পর্যন্ত ২৯ ম্যাচে এসেছে ১৯৫৭ রান। রোহিত শর্মার বদলে ভারতীয় টেস্ট দলেও জায়গা পেতে পারেন সাই সুদর্শন বলে অনেকেই মনে করছেন।
সম্ভাব্য ভারতীয় ‘এ’ দল-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, দেবদত্ত পাডিক্কল, সরফরাজ খান, করুন নায়ার, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, তনুশ কোটিয়ান, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল