গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এর ফলে বর্তমানে ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং টেস্ট ক্রিকেটে শুভমান গিল (Shubman Gill) নেতৃত্ব দিচ্ছেন। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আত্মবিশ্বাসের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গিল। অন্যদিকে ২০২৭ সালে একদিনের বিশ্বকাপের (ODI WC 2027) আগে এবার ভারতীয় একদিনের দলেরও অধিনায়ক পরিবর্তন হতে চলেছে। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো।
Read More: ভুলের খেসারত! IPL থেকে ব্যান হতে পারে RCB, বড়সড় বিপাকে কোহলির দল !!
নতুন ওডিআই অধিনায়ক শ্রেয়স-

২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) সময় রোহিত শর্মার (Rohit Sharma) বয়স হবে ৪০ বছর। ফলে তিনি তখন শারীরিকভাবে ফিট থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন কিনা তা নিয়ে এখন থেকেই একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করছেন। নির্বাচকদের সঙ্গে আলোচনা শুরু করেছেন প্রধান কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারতীয় ওডিআই দলের অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম প্রকাশ করা হবে। এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে গত বছর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হয়েছিল।
এই বছর টুর্নামেন্টের মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে পাঞ্জাব কিংস (Punjab Kings) শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়েছিল। তিনি পাঞ্জাবের হয়েও এই বছর দুরন্ত ফর্মে ছিলেন। এই দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গিয়েছিলেন এই তারকা। ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স (Shreyas Iyer)। তিনি ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেন। তবে সম্প্রতি সময় দুরন্ত ফর্মে থাকলেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সু নজরে পড়েননি তিনি। চলতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো তরুণ তারকা জায়গা পেলেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জায়গা করে নিতে পারেননি। তবে ওডিআই ফরম্যাটে এবার তার ওপরই ভরসা রাখতে চলেছেন ভারতীয় দলের প্রধান কোচ।
আসন্ন সিরিজ নিয়ে জটিলতা-

ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজগুলির মাধ্যমে সারা বছর ধরে নিজেদের প্রস্তুত করে। বর্তমানে ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে নতুন টেস্ট দল লড়াই করে সমর্থকদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। অন্যদিকে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের (IND vs BAN) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু এই সিরিজ বর্তমানে স্থগিত হয়ে গেছে।
বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিসিসিআইয়ের (BCCI) প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় দল এই প্রতিবেশী দেশে সফর করবে না বলে জানা যাচ্ছে। তবে আগস্টে শ্রীলঙ্কা ক্রিকেটের ফাঁকা সময় রয়েছে। ফলে লঙ্কা ক্রিকেট বোর্ড আগস্টে ব্লু ব্রিগেডদের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই তারা বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে এই বিষয়ে কথা বলছে।