আজ অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। সিরিজে পরপর হারের পর এখন শেষ ম্যাচে নিজেদের আত্মসম্মান রক্ষা করতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ফলে শুভমান গিলের (Shubman Gill) সামনে কঠিন চ্যালেঞ্জ। এছাড়াও ক্রিকেট ভক্তরা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) পারফর্মেন্সর দিক তাকিয়ে আছেন। আজ ম্যাচে টসে জিতে অজিরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই তারা ভারতীয় দলকে চাপে ফেলার চেষ্টা করেছিল। এবার এই ম্যাচে গুরুতর চোট পেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
Read More: মিনি নিলামের আগেই KKR’এ ঈশান কিষাণ, বড়ো চমক নাইট কর্মকর্তাদের !!
চোট পেলেন শ্রেয়স-

শ্রেয়স আইয়ার বর্তমানে ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান। তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ হিসাবে দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছেন। কিন্তু আজ ফিল্ডিং করার সময় গুরুতর চোটের মুখে পড়েন এই তারকা। প্রথম ইনিংসের ৩৩.৪ ওভারে হর্ষিত রানার (Harshit Rana) করা বলে মিড অফ এবং অতিরিক্ত কভারের দিকে বল শূন্যে পাঠিয়ে দেন অ্যালেক্স ক্যারি (Alex Carey)। এই বলটি ধরার জন্য শ্রেয়স আইয়ার কিছুটা দৌড়ে যান। ক্যাচটি নিয়ে তিনি চলন্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
সফলভাবে ক্যাচটি নিলেও পাঁজরে গুরুতর চোট পান এই তারকা। তার চোখে-মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ধরা পড়ছিল।চোট এতটাই গুরুতর ছিল যে তাকে মাঠের বাইরে চলে যেতে দেখা যায়। যা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে ব্লু ব্রিগেডরা। প্রসঙ্গত অ্যালেক্স ক্যারি ৩৭ বলে ২৪ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। ভারতীয় বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৩৬ রান সংগ্রহ করে।
দেখুন সেই ভিডিওটি-
অনিশ্চিত শ্রেয়স আইয়ার-

আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে থাকলেও এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) টি-টোয়েন্টি দলে জায়গা পাননি শ্রেয়স (Shreyas Iyer)। অন্যদিকে ওডিআই সিরিজের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার (IND vs AUS ODI Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। এই দলেও শ্রেয়সকে জায়গা দেওয়া হয়নি। ৩০ নভেম্বর থেকে ভারতীয় দল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে আবারও মাঠে ফিরবে।
কিন্তু প্রাথমিক সূত্র অনুযায়ী চোটের কারণে এই সিরিজে মাঠের বাইরে থাকবেন তারকা ব্যাটসম্যান শ্রেয়স। তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। উল্লেখ্য এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) শ্রেয়স ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ৭২ টি ওডিআই ম্যাচে মোট ২৯১৭ রান সংগ্রহ করেছেন।