চোট গুরুতর শ্রেয়স আইয়ারের, ভর্তি ICU'তে, বাবা-মা রওনা দিচ্ছেন অস্ট্রেলিয়ায় !! 1

ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঁজরে চোট পাওয়ার পর সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর পর্যবেক্ষণ চলছে, তবে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে, তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমে বিসিসিআই (BCCI) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সোমবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আইয়ারের বাম পাঁজরের নিচে আঘাত লাগে। এরপর তাঁকে আরও বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে, তাঁর প্লীহায় সামান্য চোটের দাগ রয়েছে। বিসিসিআই জানিয়েছে, “শ্রেয়স চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। সিডনি ও ভারতের চিকিৎসক দলের যৌথ তত্ত্বাবধানে বিসিসিআই মেডিকেল টিম তাঁর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে। ভারতীয় দলের চিকিৎসকরাও প্রতিদিন শ্রেয়সের শারীরিক অবস্থার মূল্যায়ন করবেন।” সিডনিতে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা শীঘ্রই বিসিসিআই-কে আইয়ারের সুস্থতার অগ্রগতি এবং আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর ভারতে ফেরার সম্ভাব্য তারিখ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপাতত, আইয়ার কবে মাঠে ফিরবেন তা স্পষ্ট নয়।

Read More: ‘রোহিত ভালো অধিনায়ক’, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ফর্মে সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে শুরু জল্পনা — কাঠগড়ায় BCCI !!

গুরুতর চোট পেলেন শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার
Shreyas Iyer | Image: Getty Images

চোটের ঘটনা ঘটে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময়। অ্যালেক্স কেরির একটি শট ধরতে গিয়ে পয়েন্ট অঞ্চলে পিছন দিকে দৌড়ে ক্যাচ নেন আইয়ার। ক্যাচটি নেওয়ার পরই তিনি তীব্র ব্যথায় পাঁজর চেপে ধরেন এবং সঙ্গে সঙ্গে দলের ফিজিওকে ডাকেন। এরপর তাঁকে দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের বাকি সময় তিনি আর মাঠে ফেরেননি। সেই সময় বিসিসিআই একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যে শ্রেয়সকে “আরও পরীক্ষা ও মূল্যায়নের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সোমবার ভারতের ওয়ানডে দলের সদস্যরা দেশে ফিরে এসেছেন, অন্যদিকে টি-টোয়েন্টি দলের সদস্যরা ক্যানবেরায় পৌঁছে অনুশীলন শুরু করেছেন। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। চিকিৎসকরা আশাবাদী যে, সঠিক বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে শ্রেয়স আইয়ার দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং শিগগিরই আবার মাঠে দেখা যাবে তাঁকে।

Read Also: ‘একটা বছর দেওয়া গেল না…’, অধিনায়ক হিসেবে রোহিতকেই চাইছেন মহম্মদ কাইফ, একহাত নিলেন BCCI’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *