সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ভারতীয় দল সহজেই নয় উইকেটে জয় পেয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের চরম ব্যার্থতার মাশুল গুনতে হয়েছিল। তৃতীয় ম্যাচ জেতার সাথে সাথে, ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত। তবে শেষ ম্যাচে রোহিতের ব্যাট থেকে ১২১* এবং কোহলির ব্যাট থেকে ৭৪* রানের ইনিংসে বেশ উৎফুলিত হয়েছে ভক্তরা। আনন্দে ভাসলেও, ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার শিবিরে নেমে আসে দুঃসংবাদ – চোট পেয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়ার।
গুরুতর চোট পেয়েছেন ভারতীয় দলের তারকা

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় হর্ষিত রানার (Harshit Rana) বলে অ্যালেক্স কেরির ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে আঘাত পান টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বল ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে বাম দিকে পড়ে যান শ্রেয়স। ক্যাচ সমপন্ন করার পরই দেখা যায় তিনি পাঁজর চেপে ধরে ব্যথায় কাতরাচ্ছেন। তারপর, দ্রুত ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাঁকে মাঠের বাইরে নিয়ে যায়। বিসিসিআই সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে তাঁর বাম পাঁজরে আঘাত লেগেছে।
Read More: বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার !!
দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে রয়েছে ধোঁয়াশা

বোর্ডের এক কর্মকর্তার কথায়, “শ্রেয়সের পাঁজরে চোট রয়েছে। অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তারপর তিনি বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করবেন। আরও কিছু পরীক্ষা বাকি আছে, তাতে বোঝা যাবে চোট কতটা গুরুতর।” তবে, যদি তাঁর পাঁজরে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে, তবে সুস্থ হতে আরও বেশি সময় লাগতে পারে। তাই নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হওয়ার কথা রয়েছে সেটি নিয়েও বেশ সংশয় রয়েছে। বোর্ড সূত্রের দাবি, “এখনই নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। যদি রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চলে, তাহলে তিন সপ্তাহ পর খেলার উপযুক্ত হতে পারেন। তবে সব কিছু নির্ভর করছে চূড়ান্ত রিপোর্টের ওপর।” বর্তমানে ওডিআই দলের সহ অধিনায়কের পদ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিতের সঙ্গে জুটি বেঁধে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন শ্রেয়স।