ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপের (Asia Cup 2025) ইতিহাসে ৮ বার ট্রফি জয় করেছে। ফলে আসন্ন এই টুর্নামেন্ট নিজেদের দাপট বজায় রাখার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্লু ব্রিগেডরা। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই একটি ১৫ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে। আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এছাড়াও সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকার পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে তাকে। তবে আইপিএলের মঞ্চে এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে রান করেও জায়গা করে নিতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার তার বাবা ছেলের জায়গা না পাওয়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন।
Read More: TOP 5: ৫ টি কারণ যার জন্য হার্দিক পান্ডিয়াকে ভরসা করতে পারেন না গৌতম গম্ভীর ও বিসিসিআই !!
এশিয়া কাপ থেকে বাদ শ্রেয়স-

ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু দীর্ঘদিন ধরে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে জায়গা করে নিতে পারছেন না। আসন্ন এশিয়া কাপেও (Asia Cup 2025) তাকে দলে রাখা হয়নি। তবে আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে নিজেকে ২০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স (Shreyas Iyer)।
গত বছর আইপিএলে (IPL 2025) তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর টুর্নামেন্টে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে অন্যতম ভরসা হয়ে ওঠেন এই তারকা ব্যাটসম্যান। শ্রেয়সের তত্ত্বাবধানে ফাইনালে পর্যন্ত পৌঁছায় প্রীতি জিন্টার (Preity Zinta) দল। ব্যাট হাতেও ২০ ওভরের ফরম্যাটে দক্ষতার সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ১৭ ম্যাচে শ্রেয়সের ব্যাট থেকে এসেছে মোট ৬০৪ রান। ফলে আসন্ন এশিয়া কাপে এই তারকা ব্যাটসম্যানের বাদ যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না।
শ্রেয়সের বাবার ক্ষোভ প্রকাশ-

এই গুরুত্বপূর্ণ তারকার আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) জায়গা না পাওয়ার পর ক্রিকেট মহলে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এর মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ক্রিকেটারের বাবা একাধিক প্রশ্ন তুললেন। তিনি বলেন, “আমি জানিনা শ্রেয়সকে (Shreyas Iyer) ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে হলে আর কী করতে হবে। সে বছরের পর বছর ধরে আইপিএলে (IPL 2025) ভালো পারফর্ম্যান্স করে আসছে। দিল্লি ক্যাপিটালস (DC) থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR), এখন পাঞ্জাব কিংস (PBKS), তাও আবার অধিনায়ক হিসাবে।
গত বছর কলকাতাকে ট্রফি এনে দিয়েছিলেন। এই বছর পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেছেন। আমি বলছি না যে তাকে ভারতীয় দলের অধিনায়ক করো। কিন্তু অন্তত দলে জায়গা দেওয়া হোক। দল থেকে বাদ পড়লেও তার চোখে-মুখে কোনো অসন্তোষ নেই। শুধু বলে এটাই আমার ভাগ্য। সে সবসময় শান্ত থাকে। শ্রেয়স (Shreyas Iyer) কাউকে দোষ দেয় না। কিন্তু ভিতরে ভিতরে স্বাভাবিকভাবেই হতাশ।” উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান শেষবার ভারতের হয়ে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নেমে ছিলেন। এখনও পর্যন্ত এই ফরম্যাটে তার ৫১ ম্যাচে ১১০৪ রান রয়েছে।