shreyas-iyer-failed-in-duleep-trophy

ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রে এই মুহূর্তে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে ১৭ ম্যাচে ৫০.৩৩ গড় ও ১৭৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ১১ বছর পর ফাইনালের টিকিটও আদায় করেছিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। চোখধাঁধানো পারফর্ম্যান্সের পরেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পান নি শ্রেয়স (Shreyas Iyer)। রাখা হয় নি স্ট্যান্ড-বাই তালিকাতেও। “ওর প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই প্রশ্ন করছি- ও কার জায়গায় খেলবে? এতে ওর কোনো দোষ নেই। আমাদেরও কোনো দোষ নেই। আমরা কেবলমাত্র ১৫ জনকে বেছে নিতে পারি। ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে,” তাঁর বাদ পড়া প্রসঙ্গে সাফাই দিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)। যদিও তা যুক্তিগ্রাহ্য বলে মানতে চায় নি ক্রিকেটমহল। অব্যাহতই ছিলো বিতর্ক।

Read More: এশিয়া কাপে নাশকতার সম্ভাবনা, ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ !!

দলীপ ট্রফিতে ব্যর্থ শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

ইংল্যান্ড সফর বা এশিয়া কাপে (Asia Cup 2025) ডাক না পেলেও শ্রেয়স (Shreyas Iyer) যে নির্বাচকদের রেডারে রয়েছেন তাঁর প্রমাণ মিলেছিলো গত পরশুদিন। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ’র বেসরকারী টেস্ট সিরিজে মুম্বইয়ের ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। ১৬ সেপ্টেম্বর থেকে স্যাম কনস্টাস, নাথান ম্যাকস্যুইনিদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচটিকে ফর্ম ঝালিয়ে নেওয়ার মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারতেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু তা আর করে ওঠা সম্ভব হলো না তাঁর পক্ষে। ওয়েস্ট জোনের জার্সিতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ২৫. সাফল্যের মুখ দেখলেন না দ্বিতীয় ইনিংসেও। ১২ করে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

দলীপ ট্রফির সেমিফাইনালে দুই ইনিংসেই বোল্ড হয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। খলিল আহমেদ ও সারাংশ জৈণের বল ছিটকে দিয়েছে তাঁর স্টাম্প। যা প্রশ্ন তুলেছে মুম্বই তারকার রক্ষণ নিয়ে। ঘরোয়া টুর্নামেন্টে ব্যর্থতা শুধরে নেওয়ার সুযোগও পাচ্ছেন না তিনি। প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ১৬২ রানে পিছিয়ে ছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল ওয়েস্ট জোন। ফলে ম্যাচ ড্র হওয়া সত্ত্বেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নিতে হলে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামের বাইশ গজে সাফল্য পাওয়া ছাড়া কোনো পথ আপাতত খোলা নেই তাঁর সামনে।

রান পেলেন যশস্বী-ঋতুরাজ’রা-

Yashasvi Jaiswal | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচে হতাশ করলেও উজ্জ্বল দেখিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রজত পাটিদারদের। ওয়েস্ট জোনের হয়ে প্রথম ইনিংসে জ্বলে উঠেছিলেন মহারাষ্ট্রের ঋতুরাজ (Ruturaj Gaikwad)। মাত্র ২০৬ বলে ১৮৪ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ২৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা। সেন্ট্রাল জোনের জার্সিতে ৭৭ করেন রজত। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ’র বেসরকারী টেস্ট সিরিজে অবশ্য দেখা যাবে না দু’জনকেই। ওয়েস্ট জোনের হয়ে দলীপ সেমিফাইনালে নেমেছিলেন যশস্বী’ও। প্রথম ইনিংসে ৪-এর বেশী এগোতে পারেন নি বাম হাতি ওপেনার। তবে দ্বিতীয় ইনিংসে ৭০ বলে ৬৪ করে জাত চিনিয়েছেন তিনি। মেরেছেন ৩টি চার ও ৩টি ছক্কা। বড় রান পেয়েছেন সেন্ট্রাল জোনের উপেন্দ্র যাদব, হর্ষ দুবে, শুভম শর্মারাও।

Also Read: মিললো পাকিস্তান সফরের ছাড়পত্র, টেস্ট-টি ২০’র পাশাপাশি থাকছে একদিনের ম্যাচও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *