Shreyas Iyer

ভাগ্যের চাকা কিছুতেই ঘুরছে না শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। গত মে মাসে আইপিএল (IPL) জয়ের পর থেকে ক্রমাগত ধাক্কাই খেয়ে চলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন। দাগ কাটতে পারেন নি ব্যাট হাতে। লাগাতার ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের স্কোয়াডেই জায়গা দেওয়া হয় নি শ্রেয়সকে (Shreyas Iyer)। সংবাদমাধ্যম পিটিআই-কে বোর্ডের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে আপাতত টেস্ট দলের জন্য ভাবা হচ্ছে না শ্রেয়সকে। বরং কে এল রাহুল (KL Rahul) ও সরফরাজ খানকেই মিডল অর্ডারে স্থায়ী বিকল্প হিসেবে গড়ে তুলতে চায় বিসিসিআই। এরপরও তাঁকে প্রতিভার প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিলো। দলীপ ট্রফিতে ভারত-ডি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিলো শ্রেয়সকে (Shreyas Iyer)। কিন্তু সেখানেও ব্যর্থতাই জুড়েছে কপালে।

Read More: IND vs BAN 1st Test: “পুরো জয়-বীরু’র জুটি…” অশ্বিন-জাদেজার ব্যাটে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতের, প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া !!

ভারত-সি’র বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে শ্রেয়স (Shreyas Iyer) দুই ইনিংসে করেন যথাক্রমে ৯ ও ৪১। এরপর ভারত-এ’র বিরুদ্ধে দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচটিতে প্রথম ইনিংসে শূন্য করে উইকেট খুইয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে একটি অর্ধশতক এলেও যেভাবে শামস মুলানি’কে অহেতুক মারতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন, তা ক্ষোভের উদ্রেগ করেছিলো বিসিসিআই-এর অন্দরে। আজ অনন্তপুরের মাঠে ভারত-বি’র বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও রানের মুখ দেখলেন না তিনি। ছয় নম্বরে নেমেছিলেন ভারত-ডি অধিনায়ক। হলেন মাত্র পাঁচ বলের মেহমান। চলতি দলীপ ট্রফিতে দ্বিতীয় শূন্য করে রাহুল চাহারের (Rahul Chahar) বলে ফেরেন সাজঘরে। তাঁর ক্যাচ তালুবন্দী করেন নীতিশ কুমার রেড্ডি। শ্রেয়স (Shreyas Iyer) শূন্য করলেও দিনের শেষে অবশ্য ভালো জায়গায় ভারত-ডি। স্কোরবোর্ডে ৫ উইকেটের বিনিময়ে ৩০৬ রান।

মুম্বইয়ের ক্রিকেটারের ধারাবাহিক ব্যর্থতায় রুষ্ট নেটজনতা। ইংল্যান্ডের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে অফ ফর্মের কারণে সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন তিনি। তখন তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিলো ছন্দে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেট খেলতে। রাজী হন নি শ্রেয়স (Shreyas Iyer)। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রঞ্জির সেমিফাইনাল ও ফাইনাল খেলেন। সেই প্রসঙ্গ টেনে তাঁকে বিঁধেছেন ক্রিকেটজনতা। ‘এই ফর্ম নিয়ে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট নয়, গলি ক্রিকেটেও জায়গা হবে না’, তাঁর খেলার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ‘দেখে মনে হচ্ছে যেন জোর করে মাঠে নামানো হয়েছে। কোনো চেষ্টাই নেই খেলার’ গুরুতর অভিযোগ তুলেছেন এক নেটিজেন। আইয়ারের সোশ্যাল মিডিয়া প্রীতি নিয়েও ধেয়ে এসেছে কটাক্ষের তীর। ‘ইন্সটাগ্রাম রিল ছেড়ে এবার একটু ক্রিকেটের বাইশ গজে মন দাও’, জুটেছে পরামর্শ।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs BAN 1st Test: ‘পুরো কোহিনূর হীরা…’ ঘরের মাঠে দুর্ধর্ষ শতরান অশ্বিনের, উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *