IND vs ENG: ভারতীয় ক্রিকেটের মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বর্তমানে এগিয়ে আছেন। অন্যদিকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ার পর জাতীয় নির্বাচকরা নতুন করে দল গোছাতে শুরু করেছেন। নতুন লাল বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে একাধিক ক্রিকেটারের নাম ইতিমধ্যেই উঠে এসেছে। অন্যদিকে সম্প্রতিক সময় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু তাও জাতীয় দলের বঞ্চনা এই তারকার পিছু ছাড়ছে না।
Read More: ভারতের নতুন এই টেস্ট অধিনায়কের নাম প্রকাশ শুধু সময়ের অপেক্ষা, জাতীয় নির্বাচকদের পছন্দে এগিয়ে তিনি !!
ধারাবাহিকভাবে সফল শ্রেয়স আইয়ার-

বিসিসিআইয়ের (BCCI) প্রস্তাব অমান্য করার কারণে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই তারকা ব্যাটসম্যান। গত বছর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বাই চ্যাম্পিয়ন হয়। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি ফাইনালে বিদর্ভের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ২০২৪ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও এই তারকা নিজের অবদান রেখেছেন। শ্রেয়সের (Shreyas Iyer) নেতৃত্বেই গত বছর ফাইনালে মধ্যপ্রদেশ হারিয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। ২০২৪ সালের ইরানি কাপও মুম্বাই ট্রফি জয় করেছিল। এই দলের হয়েও শ্রেয়স নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে গত বছর কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ২০২৪ আইপিএলে (IPL 2025) ট্রফি এনে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেন তিনি। এরপর ভারতীয় দলের হয়ে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy) এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে দলের হয়ে সর্বোচ্চ রান এসেছিল। এই টুর্নামেন্টেও ব্লু ব্রিগেডদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে শ্রেয়সের (Shreyas Iyer) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
তবুও বঞ্চিত শ্রেয়স-

এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নেয় পাঞ্জাব কিংস (PBKS)। চলতি টুর্নামেন্টেও তিনি সফলভাবে পাঞ্জাবকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার অধিনায়কত্বেই দলটি ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে নিজের জায়গা করে নিয়েছে। ১১ বছরের পর টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে পৌঁছাতে সক্ষম হলো পাঞ্জাব। কিন্তু তাও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দলে জায়গা পাননি এই তারকা ব্যাটসম্যান। উল্লেখ্য রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন করে টেস্ট দল সাজাচ্ছে বিসিসিআই। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য সাই সুদর্শন (Sai Sudarshan), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), কেএল রাহুলের (KL Rahul) মতো ক্রিকেটারদের ভারতীয় ‘এ’ দলের যুক্ত করা হয়েছে। এই দলটি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে ভারতীয় ‘এ’ দলে জায়গা না পাওয়ায় জাতীয় টেস্ট দলের জন্যেও শ্রেয়স আইয়ারকে নিয়ে ভাবনাচিন্তা করছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir) বলে বিশেষজ্ঞরা মনে করছেন।