ভারতীয় ক্রিকেটে প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তার প্রমাণ হয়ে দাঁড়াল এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) দল ঘোষণা। বিসিসিআই আজ এশিয়া কাপের জন্য স্কোয়াড প্রকাশ্যে এনেছে। আর এই এশিয়া কাপের মঞ্চে আবারও উপেক্ষিত হলেন ভারতীয় দলের স্টার পারফর্মার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অসাধারণ ফর্মে থাকা সত্ত্বেও স্কোয়াডে সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার। ফলে ভক্তদের মধ্যে বিস্ময় ও হতাশা ছড়িয়ে পড়েছে।
এশিয়া কাপে সুযোগ পেলেন না শ্রেয়স

প্রসঙ্গত, গত এক বছরে শ্রেয়স আইয়ার একের পর এক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করেছেন। রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৬৮.৬ গড়ে ৪৮০ রান করেছেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ম্যাচে ৪৯.৩ গড়ে ও ১৮৮.৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন। বিজয় হাজারে ট্রফিতে তো আরও বিস্ময়কর পারফরম্যান্স ছিল তাঁর, ৬ ম্যাচে ৩২৫ গড়েই ৩২৫ রান বানিয়েছিলেন তিনি। এরপর, আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ করেছেন ৫ ম্যাচে ৪৮.৬ গড়ে ২৪৩ রান বানান। ভারতের হয়ে এটি ছিল সর্বাধিক এবং টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক।
Read More: বাদ শ্রেয়স-যশস্বী, জিতেশ-শুভমান দের এন্ট্রি দিয়ে প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের স্কোয়াড !!
এছাড়া আইপিএল ২০২৫-এও ছিলেন দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রেয়স। নতুন দলে শ্রেয়স ১৪ ম্যাচে ৫০.৩ গড়ে ও ১৭৫.১ স্ট্রাইক রেটে করেছিলেন ৬০৪ রান। এমনকি ভারতের হয়েও টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ ভালো খেলেছেন শ্রেয়স। তবুও, আবারও একবার উপেক্ষিত হতে হলো শ্রেয়সকে। তবে প্রশ্ন উঠছে – এমন ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও কেন তাঁকে দলে রাখা হলো না? সূত্রের খবর, নির্বাচক কমিটি টিম কম্বিনেশনের দিকে বেশি জোর দিচ্ছে। শ্রেয়স একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। মিডিল অর্ডারে ভারতীয় দলে সূর্যকুমার যাদব, শিবম দুবে ও তরুণ তিলক ভার্মা রয়েছেন। তার ফলে বাড়তি একজন ব্যাটসম্যান রাখার প্রয়োজন বোধ করেননি নির্বাচকরা।
Format | Runs | Average | Strike Rate |
---|---|---|---|
Ranji | 480 | 68.6 | 90.2 |
SMAT | 345 | 49.3 | 188.5 |
VHT | 325 | 325 | 131.6 |
CT 2025 | 243 | 48.6 | – |
IPL 2025 | 604 | 50.3 | 175.1 |
In T20s | 1300 | 46.4 | 169.5 |
শ্রেয়াসকে নিয়ে মুখ খুললেন অজিত

আইয়ারকে বাদ দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar) শ্রেয়াসকে দল নির্বাচনের ক্ষেত্রে তাঁর সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন। আগরকর মন্তব্য করে বলেছেন, “শ্রেয়সকে দলে না রাখতে পারাটা আমাদের দোষ নয়। দলে সুযোগ না পাওয়াটাও ওর দোষের নয়। দলে মাত্র ১৫ জনই থাকতে পারে। ১৫ জনের বেশি ক্রিকেটারকে রাখার সুযোগ নেই। তাহলে কার জায়গায় ওকে নিতাম?” সব মিলিয়ে বলা যায়, এশিয়া কাপ ২০২৫-এর দলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অনুপস্থিতি বড় প্রশ্নের বিষয় হয়ে উঠেছে। এশিয়া কাপের দলে জায়গা না পেলেও তাঁর সাম্প্রতিক পরিসংখ্যান প্রমাণ করছে যে, তাঁর জাতীয় দলে পুনরায় প্রত্যাবর্তন কেবল সময়ের অপেক্ষা। ভক্তদের ধারণা, আসন্ন সিরিজগুলোতে আবারও আইয়ারকে দেখা যাবে নীল জার্সিতে।