"আমি তোমাদের সাথে…”, আরজি কর রেপ নিয়ে দুঃখিত KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার, করলেন এই পোস্ট !! 1

Shreyas Iyer: মর্মান্তিক কান্ডে লজ্জিত বাংলা! আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। গত বৃহস্পতিবার রাতের ঘটনা। প্রসঙ্গত গত বৃহস্পতিবার আরজিকরের সেমিনার হলে ঘটে যায় এক হাড়হিম করা ঘটনা। উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা মৌমিতা দেবনাথ।

চেস্ট মেডিসিন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন মৌমিতা। অত্যন্ত মেধাবী ছিলেন তিনি, তার সাথেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, সেদিন রাতে অনলাইনে খাবার আনিয়েছিলেন মহিলা চিকিৎসক। এমনকি, সঙ্গে আরও চারজন পড়ুয়া ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া করেন মৌমিতা।

Read More: টিম ইন্ডিয়াতে ব্রাত্য বিরাটের পছন্দের এই ফাস্ট বোলার, সুযোগ দেবেন না গম্ভীর !!

আরজি করে ঘটে গেল মর্মান্তিক ঘটনা

RG Kar, shreyas iyer

সেই রাতে রাত ১১টা নাগাদ তাঁদের খাওয়াদাওয়া শেষ হয়। এরপর তিনি বিশ্রাম নেওয়ার জন্য সেমিনার হলে যান এবং সেখানেই রাতের পড়াশুনা আবার শুরু করেন। রাত তিনটে নাগাদ হাসপাতালের এক কর্মী সেই সেমিনার হলে এসেছিলেন এবং দেখেন মৌমিতা লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়ে ছিলেন। এরপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। সকালে পুলিশ মৌমিতার দেহ উদ্ধার করে, পরনে চজল গোলাপি রঙের চুড়িদার কিন্তু নিম্নাঙ্গ ছিল অনাবৃত।

ভারতের ইতিহাসে প্রথমবার স্বাধীনতা দিবসের রাতে দেখা গেল এক অবিস্মরণীয় চিত্র। স্বাধীনতার রাতে মহিলাদের ভিড় জড়ো হয় কলকাতার বুকে। বাংলার বুকে চলতে থাকে অন্যান্যবার ফ্রিডম অফ মিডনাইটের কয়েক শো অনুষ্ঠান। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় লক্ষাধিক মানুষ আরজি করের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের রাতে রাস্তায় নেমেছিলেন শুধুই ন্যয় বিচারের আশায়। এবার এই ঘটনায় মুখ খুললেন কলকাতা নাইট দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

আরজিকর কান্ডে মুখ খুললেন শ্রেয়স আইয়ার

Shreyas iyer
Shreyas Iyer | Image: Twitter

দীর্ঘ ১০ বছর পর আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্স দলকে শিরোপার মুখ দেখান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ট্রফি জয়ের পর তিনি কলকাতার বেশ পছন্দের হয়ে ওঠেন, এই পরিস্থিতিতে কলকাতা দলের অধিনায়কক আইয়ার এই মর্মান্তিক ঘটনায় বেশ লজ্জিত এবং সমাজ মাধ্যমে চেয়েছেন ন্যায় বিচার।

কেকেআর অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer) আরজি করের ঘটনা নিয়ে লিখেছেন, “শেষ কয়েক বছরে কিছুই বদলায়নি। আমি অত্যন্ত মর্মাহত। এমন কুৎসিত ঘটনা ঘটেছে এবং তারপর থেকে যা যা ঘটে আসছে তা মেনে নেওয়া খুবই কষ্টকর। এই ঘটনার নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের যেন ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা বিচার চাই। মহিলাদের জন্য ন্যয় বিচার চাই।”

Read Also: Shreyas Iyer: ভারত ত্যাগ শ্রেয়সের, আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কানাডার জার্সি গায়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *