ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর একাধিক প্রতিভাবান তারকা নিজেদের প্রমাণ করেছেন। আইপিএলের (IPL 2025) মতো তারা ধারাবাহিকভাবে নিজেদের প্রস্তুত করে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি গড়ে তুলেছেন আলাদা পরিচয়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি রোহিত শর্মা (Rohit Sharma) অবসর ঘোষণার পর ভারতীয় লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষে বিসিসিআই (BCCI) শুভমান গিলের (Shubhman Gill) কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে। কিন্তু চলতি আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পারফর্মেন্স নির্বাচকদের বিশেষ করে নজর কেড়েছে। এবার তাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন কর্মকর্তারা।
Read More: “নির্বাচকদের গালে থাপ্পড়..”, মুম্বাইয়ের বিপক্ষে শ্রেয়স আইয়ার ম্যাচ জয়ী ইনিংসে খেলার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল বিসিসিআই !!
নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়স-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারত চ্যাম্পিয়ন হয়ে আরও একটি আসিসি ট্রফি নিজের ঘরে তুলেছে। এই টুর্নামেন্টে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এরপর চলতি আইপিএলেও পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। তিনি এই দলের হয়ে সফলভাবে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গেছেন। ১১ বছর পর আইপিএলের ফাইনালে পৌঁছেছে প্রীতি জিন্টার দল। লিগ পর্বে পাঞ্জাব কিংসকে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় এনে দিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। চলতি আইপিএলে তিনি ১৬ ম্যাচে ৬০৩ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৬ টি অর্ধশতরান। দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্রেয়স মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। এই তারকা ৪১ বলে অপরাজিত ম্যাচ জয়ী ৮৭ রান সংগ্রহ করেছিলেন।
অধিনায়ক হিসেবে আসছেন শ্রেয়স-

গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর দীর্ঘদিন পর তিনি পাঞ্জাব কিংসকে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে নির্বাচকদের বার্তা দিয়েছেন এই তারকা। ফলের সূত্র অনুযায়ী ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দায়িত্ব পেতে পারেন। ইংল্যান্ড সফরের পর বাংলাদেশের বিপক্ষে ব্লু ব্রিগেডরা ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। এই সিরিজেই সূর্যকুমার যাদবের বদলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৬ টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপের আগেই বিসিসিআই তার কাঁধে এই গুরু দায়িত্ব তুলে দিতে চাইছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়ক হিসেবে সফল হলেও তিনি সাম্প্রতিক সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারেননি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অধিনায়ক হলে এই তারকা ব্যাটসম্যানের ওপর থেকে অনেকটাই চাপ কমবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।