২০২৪ সাল বেশ ওঠানামার মধ্য দিয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে তাঁকে ছেঁটে ফেলা হয় স্কোয়াড থেকে। অফ ফর্মের কারণে বাদ পড়া শ্রেয়স’কে নির্দেশ দেওয়া হয়েছিলো ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। কিন্তু রাজী হন নি মুম্বইয়ের ক্রিকেটার। চোটের কথা বোর্ডকে জানান তিনি। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষার পর কোনোরকম চোট-আঘাত খুঁজে পান নি চিকিৎসকেরা। ফলে রঞ্জি ট্রফিতে ফিরতেই হয় তাঁকে। শ্রেয়সের (Shreyas Iyer) আচরণে ক্ষুব্ধ বোর্ড হাঁটে শাস্তি প্রদানের পথে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এরপর আইপিএল (IPL) জিতেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও একাধিক ফর্ম্যাটে বড় রান করেছেন। কিন্তু তা সত্ত্বেও জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারেন নি। দুটি ওডিআই খেললেও টেস্ট, টি-২০ স্কোয়াডের বাইরেই থেকেছেন।
Read More: মুম্বই ও টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন পৃথ্বী শ, এই দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ !!
বিসিসিআই-কে জবাব দিচ্ছেন শ্রেয়স-
মার্চ মাসে শাস্তি পেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। এর পর কেটে গিয়েছে ৯ মাসেরও বেশী সময়। কিন্তু এখনও টিম ইন্ডিয়াতে নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারেন নি তিনি। টেস্টে তাঁর ছেড়ে যাওয়া পাঁচ নম্বর পজিশনে কখনও খেলছেন কে এল রাহুল, কখনও আবার মাঠে নামছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টি-২০ স্কোয়াডেও সুযোগ পান নি তিনি। তাঁকে ছাড়াই কুড়ি-বিশের খেলায় বিশ্বকাপ জিতেছে ‘মেন ইন ব্লু।’ নির্বাচকদের উপেক্ষার জবাব মুখে নয়, বরং ব্যাট হাতে দেওয়ারই পরিকল্পনা নিয়েছেন শ্রেয়স। যে ঘরোয়া ক্রিকেট না খেলতে চাওয়ায় শাস্তি হয়েছিলো তাঁর, সেই ঘরোয়া ক্রিকেটের আঙিনাকেই বেছে নিয়েছেন প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। চলতি রঞ্জি মরসুমে ওড়িশার বিপক্ষে করেছেন দ্বিশতরান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (SMAT) গোয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন।
দিনকয়েক আগেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) চ্যাম্পিয়ন করেছেন। সেই সাফল্যের রেশ কাটার আগেই শ্রেয়স আইয়ার জ্বলে উঠলেন বিজয় হাজারে ট্রফিতে। বিজয় হাজারে ট্রফিতে তারকাখচিত কর্ণাটকের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এলো ‘ক্যাপ্টেনস নক।’ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও কুড়ি-বিশের ছন্দেই ব্যাট করতে দেখা গেলো তাঁকে। মাত্র পঞ্চাশ বলেই তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। ৫৫ বলে ১১৪ রানের ইনিংসটি আজ শ্রেয়স (Shreyas Iyer) সাজান ৫টি চার ও ১০টি বিশাল ছক্কাতে। আহমেদাবাদের বাইশ গজে অধিনায়কের অবিশ্বাস্য ব্যাটিং-এর সৌজন্যে মুম্বই ৪ উইকেটের বিনিময়ে করেছে ৩৮২ রান। চলতি মরসুমে রঞ্জি, আইপিএল, ইরানী কাপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ইতিমধ্যেই জিতেছেন শ্রেয়স (Shreyas Iyer)। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও পারফর্ম্যান্স দিয়েই বোর্ডকে যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
বোর্ডের আচরণে হতাশ শ্রেয়স আইয়ার-
যেভাবে বছরের গোড়ার দিকে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলেছিলো বিসিসিআই, তা আহত করেছিলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে আইপিএল (IPL) জয়ের পর এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করে নিয়েছেন সেই কথা। শ্রেয়স স্পষ্টই জানিয়েছিলেন, “বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছিলো। তার পর একটা বিরতি চেয়েছিলাম। নিজের শরীরের কিছু অংশ শক্তিশালী করতে চেয়েছিলাম। (বোর্ডের সাথে) সঠিক যোগাযোগের অভাবে কিছু সিদ্ধান্ত আমার বিপক্ষে গিয়েছিলো।” এরপর অভিমানী তারকা বলেন, “কিন্তু দিনের শেষে ব্যাট আমার হাতে থাকবে। আমি কেমন পারফর্ম করি বা ট্রফি জিতি সেটা আমিই নির্ধারণ করবো। রঞ্জি আর আইপিএল জিতে জবাব দিতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। যেখানে পৌঁছতে পেরেছি তার জন্য কৃতজ্ঞ। আরও অনেক ট্রফি জিততে চাই।”