পাঞ্জাব-দিল্লীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইতিহাস গড়লেন শ্রেয়স, এই দলে হলেন শামিল !! 1

জমে উঠেছে মেগা নিলাম আসন্ন আইপিএলের (IPL 2025 Auction) জন্য আজকের নিলাম কি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন মৌসুমীর কথা বিচার করে প্রতিটি দল তাদের ফ্রাঞ্চাইজি গঠন করছে। আজকে মেগা প্লেয়ারদের নিয়েই শুরু হয়েছিল মেগা নিলাম। নিলামের প্রথমে উঠে এসেছিলেন ভারতীয় তারকা পেসার অর্ষদীপ সিং (Arshdeep Singh)। অর্ষদীপ যে ফর্মে রয়েছেন তাতে তাকে কিনতে মোটা টাকায় খরচ করেছে ফ্রাঞ্চাইজি গুলি। সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫ কোটি টাকা খরচ করে কিনতে চেয়েছিল অর্ষদীপকে। তবে অর্ষদীপকে রিটেন করতে দেওয়ার জন্য ১৮ কোটি টাকা চেয়ে বসে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তার পুরানো দল পাঞ্জাব কিংস তাকে ১৮ কোটি দিয়ে রিটেন করতে রাজি হয়।

দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কাগিসো রাবাদাকে ১০.৮৫ কোটি টাকায় গুজরাত দল শামিল করে নেয়। তবে তৃতীয় স্থানেই ছিল গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নাম। শ্রেয়াসকে কিনতে রিতিমতন টাকার ঝড় তুলতে দেখা যায় শ্রেয়সের উপর। পুরানো ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (KKR) শ্রেয়াসকে কিনতে ১০ কোটি টাকা পর্যন্ত বিড করেছিল, তবে শেষমেশ তারা সরে আসেন। কলকাতা ও পাঞ্জাবের লড়াই শেষ হলে নিলাম টেবিলে এন্ট্রি নেয় দিল্লি ক্যাপিটালস (DC)।

শ্রেয়সের পুরানো ফ্রাঞ্চাইজি শ্রেয়সের জন্য বড্ড লড়াই চালায়। অন্যদিকে পাঞ্জাব কিংসের নতুন প্রধান কোচ রিকি পন্টিং (Ricky Ponting) এর আগেও শ্রেয়সের সঙ্গে কাজ করেছেন তাই ও তিন ফ্রাঞ্চাইজি জানে শ্রেয়স কত বড় মাপের অধিনায়ক। পন্টিং তাদের দলের উইশ লিস্টে রেখে দিয়েছিলেন শ্রেয়াসকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রেয়স আইয়ারের জন্য আইপিএল ইতিহাসের সবথেকে বেশি দামী খেলোয়াড় হয়ে উঠলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়াসকে কিনতে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে পাঞ্জাব দলে শামিল করলো পাঞ্জাব কিংস (PBKS)। গত মৌসুমে শ্রেয়স কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে চ্যাম্পিয়নশিপ খেতাব জয়লাভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *