এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম তারকা ব্যাটসম্যান হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি আইপিএলে সাম্প্রতিক সময় অধিনায়ক হিসাবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। গত বছর তার তত্ত্বাবধানেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলে (IPL) চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ফাইনালে নিয়ে গিয়ে দৃষ্টান্ত তৈরি করেন এই তারকা। বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স। কিন্তু তাকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই। এবার এই তারকার প্রেমের সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জনপ্রিয় নায়িকার সঙ্গে নিজের জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !!
প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রেয়স-

বলিউড নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার খবর মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসে। এর মধ্যে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অনুষ্কা শর্মার (Anushka Sharma) বিবাহের সম্পর্ক দৃষ্টান্ত তৈরি করেছে। এবার শ্রেয়স আইয়ারও সেই পথে হাঁটতে চলেছেন বলে খবর সামনে এসেছে। গত মাসে রেডিটে একটি অ্যানোনিমাস থ্রেড ভাইরাল হয়েছিল। সেখানে দাবি করা হয় যে গত কয়েক মাস ধরে শ্রেয়স গোপনে মৃণান ঠাকুরের (Mrunal Thakur) সঙ্গে ডেটিং করছেন।
তাদের প্রেমের সম্পর্ক নাকি অনেকটা দূরই গড়িয়েছে। তবে সূত্র অনুযায়ী বর্তমানে শুধুমাত্র বন্ধু মহলেই সীমাবদ্ধ রয়েছে খবরটি। উল্লেখ্য মৃণান ঠাকুর বলিউডের একজন জনপ্রিয় নায়িকা। তিনি টেলিভিশন থেকে নিজের অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন। হিন্দিতে ‘সুপার ৩০’, ‘বাটলা হাউস’এর মতো সফল সিনেমায় এই অভিনেত্রীর অভিনয় ভক্তদের মন জয় করে নিয়েছিল। এছাড়াও মৃণান ঠাকুর তেলেগু সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করে থাকেন।
চোটের কবলে শ্রেয়স আইয়ার-

আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) শুধুমাত্র জাতীয় দলে ওডিআই ফরম্যাটে সুযোগ পেয়ে থাকেন। সম্প্রতি অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে ভারতীয় একদিনের দলের অংশ ছিলেন এই তারকা। সিরিজের তৃতীয় ম্যাচে সিডনিতে ফিল্ডিং করার সময় গুরুতর আঘাত পান তিনি। ম্যাচ চলাকালীন অ্যালেক্স ক্যারির (Alex Carey) মারা শটে শ্রেয়স ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে একটি দুরন্ত ক্যাচ নেন। ক্যাচটি সফলভাবে ধরলেও মাটিতে পড়ে যান তিনি।
এর ফলে বাঁ পাশের নিচের দিকে পাঁজরে এবং পেটের অংশে গুরুতর আঘাত পান। তাকে সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সিডনির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা পর্যবেক্ষণ করার জন্য শ্রেয়সকে আইসিইউতে পর্যন্ত ভর্তি করে। ১৬ নভেম্বর ভারতে ফেরেন এই তারকা। বর্তমানে চোট সারিয়ে মাঠে ফেরার চেষ্টা করছেন। তবে কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি কামব্যাক করবেন তা এখনও স্পষ্ট হয়নি।