IPL 2025: এই বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাত ধরে পাঞ্জাব কিংস (PBKS) নতুন অধ্যায় রচনা করেছে। শুধুমাত্র প্লে-অফে জায়গা করে নেওয়া নয় পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করেছে প্রীতি জিন্টার (Preity Zinta) দল। সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্যাট হাতে প্রিয়াংশ আর্য (Priyansh Ary) এবং জশ ইংলিশ (Josh Inglis) জ্বলে উঠেছিলেন। তবে এই ম্যাচের এক অপ্রত্যাশিত ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল হয়েছে। আবারও এই ছবি ঘিরে আইপিএলের ম্যাচ ফিক্সিং-এর জল্পনা সামনে উঠে এলো।
Read More: মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে সৌরভের দাদা-বউদি, মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সিএবি প্রধান !!
মুম্বাই-পাঞ্জাব ম্যাচে রহস্যজনক গতিবিধি-

সোমবার আইপিএলে (IPL 2025) জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস (PBKS vs MI) মাঠে নেমেছিল। ম্যাচে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ৩৯ বলে ৫৭ রানে ভর করে মুম্বাই প্রথমে ইনিংসে ১৮৪ রান সংগ্রহ করে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং জশ ইংলিশের (Josh Inglis) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে পাঞ্জাব ৭ উইকেটে জয় নিশ্চিত করে। অন্যদিকে এই ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা সরব হয়েছেন। উঠে এসেছে ম্যাচ ফিক্সিংয়ের জল্পনা। প্রথম ইনিংসের ১৮ তম ওভাবে ঘটনাটি ঘটে। এই সময় মাঠের পাশে বসে থাকা আকাশ আম্বানি শ্রেয়স আইয়ারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন। তারপর দুজনকে কথা বলতে দেখা যায়। পাঞ্জাব অধিনায়ক কথা বলার জন্য বিজ্ঞাপন বোর্ডগুলির কাছে পৌঁছে গিয়েছিলেন। এরপরই নেটিজেনরা মনে করছেন ম্যাচে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল মুম্বাই। ফলে এই ঘটনা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
সফল অধিনায়ক শ্রেয়স আইয়ার-

আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে একের পর এক নজির সৃষ্টি করছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তার নেতৃত্বেই গত বছর আইপিএলে (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন (KKR) হয়েছিল। এই বছর মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে পঞ্জাব কিংস (PBKS) এই তারকা ব্যাটসম্যানকে দলে নিয়ে আসে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চলতি আইপিএলের লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ পৌঁছে গেছে তারা। ১১ বছর পর প্লে অফে জায়গা করে নিয়ে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে এগিয়ে চলেছে প্রীতি জিন্টার দল। সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও নিজেকে মেলে ধরেছেন শ্রেয়স (Shreyas Iyer)। তিনি এখনও পর্যন্ত ১৪ ম্যাচে ৫১৪ রান সংগ্রহ করেছেন।