বাংলাদেশের বিরদ্ধে আগাগোড়া প্রাধান্য রেখে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ১৮৮ রানের বিশাল ব্যবধানে জেতার পরে ঢাকার মীরপুরে দ্বিতীয় টেস্ট ‘টিম ইন্ডিয়া’ জিতে নেয় ৩ উইকেটে। এক সময় আয়োজক দেশ ভারতের ওপর চাপ বাড়াতে সক্ষম হলেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ব্যাটিং ‘মাস্টারক্লাস’ কঠিন উইকেটে জয় এনে দেয় ‘মেন ইন ব্লু’কে। পদ্মাপারের দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপুটে জয় ভারতের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাকেও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। আগামী জুনে ওভালের বাইশ গজে নামার ক্ষেত্রে এই মুহূর্তে ভারত অন্যতম ফেভারিট। বাংলাদেশ সফরে ভালো পারফর্ম করে স্বীকৃতি জুটেছে শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রণ অশ্বিনের মত তারকাদের। ICC ক্রমতালিকায় বেশ কয়েক ধাপ ওপরে উঠে এসেছেন তাঁরাও।
ক্রমতালিকায় উঠলেন শ্রেয়স, এগোলেন অশ্বিনও-

২০২২ সালটা ব্যাট হাতে বেশ ভালো কাটছে মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) । ২৮ বর্ষীয় ব্যাটসম্যান ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক রান করেছেন চলতি বছরে। সীমিত ওভারের ক্রিকেটে আগেই জাত চিনিয়েছিলেন তিনি। ২০২২-এ টেস্ট দলেও নিজের স্থান পাকা করে নিয়েছেন্ শ্রেয়স (Shreyas Iyer) । গত ৭ টি টেস্ট ইনিংসের মধ্যে ৪ বার অর্ধশতরানের গণ্ডী অতিক্রম করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৯২ রান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেসটে চমৎকার ৮৬ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও তাঁর ব্যাট থেকে ৮৭ রানের একটি ঝকঝকে ইনিংস দেখেছেন ক্রিকেট অনুরাগীরা। আর দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৭ উইকেট হারানো ভারতকে আইসিইউ থেকে বের করে এনেছিলেন তিনি। শেষ অব্দি ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স (Shreyas Iyer) । টেস্ট কেরিয়ারে ৭ ম্যাচে ৫৬.৭৩ ব্যাটিং গড়ে ৬২৪ রান করেছেন তিনি। রয়েছে ৫ অর্ধশতক এবং ১ টি শতরান। বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত খেলে এক লাফে ১০ ধাপ এগিয়েছেন তিনি আইসিসি ক্রমতালিকায়। বর্তমানে ১৬ তম স্থানে রয়েছেন তিনি।

এগিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিনও (Ravichandran Ashwin)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানের চমৎকার একটি ইনিংস খেলে ভারতের রানকে ৪০০’র গণ্ডী পার করিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ব্যাটে-বলে অনন্য হয়ে উঠলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেন তামিলনাড়ুর অফস্পিনার। দ্বিতীয় ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে অক্সিজেন জোগান অশ্বিন। অপরাজিত ৪২ রান করে ম্যাচ জেতান ‘টিম ইন্ডিয়া’কে। তাঁর ম্যান অফ দ্য ম্যাচ পারফর্ম্যান্সের পর র্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে অশ্বিনের (Ravichandran Ashwin)। অলরাউন্ডারদের তালিকায় তিনি এখন রয়েছেন দুই নম্বর স্থানে।
সময় ভালো যাচ্ছে না কোহলির, নামলেন তিনি-

শ্রেয়স আর অশ্বিনের র্যাঙ্কিং উন্নতির দিনে খারাপ খবর বিরাট কোহলির (Virat Kohli) জন্য। ভারতের ব্যাটিং নক্ষত্রের ফর্মের গ্রাফ ইদানিংকালে বিশেষ উর্দ্ধমুখী নয়। টি-২০ বিশ্বকাপে ভালো খেললেও আরও একবার অফ ফর্মের শিকার হয়েছেন কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে রান পান নি তিনি। তৃতীয় একদিনের ম্যাচে অবশ্য শতরান করেছিলেন। টেস্টে আবার অন্ধকারে তিনি। দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে মাত্র ৪৫ রান এসেছে তাঁর ব্যাটে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন ক্রিজে টিকে থেকে ভারতকে দিশা দেখানো প্রয়োজন ছিলো, তখন মাত্র ১ রানেই আউট হয়ে যান বিরাট। ধারাবাহিক খারাপ প্রদর্শনের জন্য তাঁর টেস্ট ব্যাটিং গড়ও নেমে গিয়েছে ৫০ এর নীচে। সমস্যায় জেরবার কোহলি (Virat Kohli) এবার আইসিসি র্যাঙ্কিং-এ নেমে গেলেন বেশ কয়েক ধাপ নীচে। সেরা দশের বাইরে বেরিয়ে গিয়েছিলেন আগেই। ছিলেন ১২ নম্বরে। বাংলাদেশ সিরিজের পর আরও দুই ধাপ নেমে বর্তমানে কিং কোহলির অবস্থান ১৪ তে। এক নম্বরে এখনও অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। আর ভারতীয়দের মধ্যে সেরা র্যাঙ্কিং ঋষভ পন্থের (Rishabh Pant)। তিনি রয়েছেন ৬ নম্বরে। সেরা দশের মধ্যে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর স্থান হয়েছে ৯ নম্বরে।