ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে পিছিয়ে থেকেও বর্তমানের লড়াই চালাচ্ছে ভারতীয় দল। ব্লু ব্রিগেডরা বুধবার থেকে এই গুরুত্বপূর্ণ সিরিজের চতুর্থ ম্যাচে যাত্রা শুরু করেছে। তবে চোট সমস্যা কিছুতেই শুভামান গিলদের (Shubman Gill) পিছু ছাড়ছে না। ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুরুতর চোট পান ঋষভ পান্থ (Rishabh Pant)। এই গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগেই দল থেকে ছিটকে গেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) এবং নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) মতো গুরুত্বপূর্ণ সদস্য। এবার এর মধ্যেই ভারতের আরও দুই তারকা চোটের কারণে দলের সমস্যার কারণ করে দাঁড়ালেন।
Read More: দেশের স্বার্থে শরীর বাজি রাখলেন ঋষভ পন্থ, যন্ত্রণা উপেক্ষা করেই নামলেন ব্যাট হাতে !!
ছিটকে গেলেন দুই তারকা-

অনুশীলনের সময় চোট পেয়ে আর্শদীপ সিং (Arshdeep Singh) ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি সিরিজ থেকে বাইরে চলে যান। এই তারকা পেসারের বদলে বর্তমানে অনশুল কাম্বোজকে (Anshul Kamboj) দলে নিয়ে আসা হয়েছে। এর মধ্যেই তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) চোটের কারণে চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে সবচেয়ে বড়ো ধাক্কা ঋষভ পান্থের (Rishabh Pant) চোটে কারণে এসেছে। চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে গুরুতর চোট পান ভারতের এই তারকা ব্যাটসম্যান। ফলে তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।
এবার ভারতীয় মহিলা ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) এবং প্রিয়া মিশ্র (Priya Mishra)। আসন্ন ৭ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ভারতীয় মহিলা ‘এ’ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ৩ ম্যাচের ওডিআই সিরিজ এবং ১ টি চার দিনের টেস্ট ম্যাচ খেলবে। এনসিএ থেকে ছাড়পত্র পেয়ে শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) দলের সঙ্গে ভ্রমণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই তিনি কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারবেন না। এখনও শ্রেয়াঙ্কাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। লেগ স্পিনার প্রিয়া মিশ্রও (Priya Mishra) চোটের কারণে অস্ট্রেলিয়ার সফর থেকে বাদ পড়েছেন। উভয় ক্রিকেটার বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে বিসিসিআইয়ের (BCCI) মেডিকেল দলের তত্ত্বাবধানে রয়েছেন।
চতুর্থে টেস্টে লড়াইয়ে ভারত-

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে দলের হয়ে ভরসা দেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul)। দুজনে মিলে ১৮০ বলে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বীর ব্যাট থেকে আসে ৫৮ রান এবং রাহুলের ব্যাট থেকে আসে ৪৬ রান। এরপর একাদশে কামব্যাক করা সাই সুদর্শন (Sai Sudarshan) আবারও ব্যাট হাতে রীতিমতো চমক দেন। ১৫১ বলে ৬১ রানের প্রশংসাযোগ্য ইনিংস খেলেন তিনি।
তবে লর্ডসের পর ওল্ড ট্র্যাফোর্ডেও এখনও পর্যন্ত ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ভারতীয় অধিনায়ক মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন। তবে ঋষভ পান্থ (Rishabh Pant) চোট নিয়েই রীতিমতো জ্বলে ওঠেন। প্রথম দিন পায়ে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হন তিনি। তবে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। ৭৫ বলে ৫৪ রান করেন এই তারকা। এর ফলে ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৩৫৮ রানে পৌঁছেছে।