IPL 2025: চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলে প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে এবারের আইপিএলে চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করে নিলো মুম্বই পল্টন। চলতি আইপিএলে, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংসের পরেই মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করে নিয়েছে। গ্রুপ পর্যায়ে এখনও বাঁকি রয়েছে ৭টি ম্যাচ। আর এই ৭টি ম্যাচ বিচার করবে এবারের আইপিএলে কোন দল শীর্ষ চারে কোন স্থান দখল করে। আপাতত পয়েনর তালিকার ভিত্তিতে শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ১২ টি ম্যাচ খেলে, ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের বাঁকি থাকা দুই ম্যাচে একটি ম্যাচ জিততে পারলেই তারা প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ও পাঞ্জাব কিংস দলের কাছেও সেই সুযোগ রয়েছে শেষ ম্যাচগুলো জিতে প্রথম কোয়ালফায়ারে জায়গা সুনিশ্চিত করার।
এবারের আইপিএলের প্লে-অফের ম্যাচ গুলোর জন্যও বদলে ফেলা হয়েছে ভ্যানু। গতবারের দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মাঠে হওয়ার কথা ছিল প্লে-অফের চারটি ম্যাচ। তবে, সেগুলো স্থান পরিবর্তন করে নিউ চন্ডীগরের মুল্লানপুরে এবং গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফেলা হয়েছে। এবারের আইপিএল বেশ জমজমাট। যে কারণে, আইপিএল ফাইনালের আগেও অনুষ্ঠিত হবে ‘ক্লোজিং সেরিমনি’।
Read More: IPL 2025: মুম্বইয়ের উত্থানে ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পাচ্ছে ক্রিকেটমহল, শোরগোল সোশ্যাল মিডিয়ায় !!
মেগা ফাইনালে মঞ্চ মাতাতে থাকছেন শ্রেয়া

এবার প্রতিটি দলের হোম গ্রাউন্ডেই ‘উদ্বোধনী অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছিল। ইডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সেদিন মঞ্চ মাতিয়েছিলেন বাংলার শ্রেয়া ঘোষাল। ১০ টি ফ্রাঞ্চাইজিকে উদ্দেশ্য করে গানও গিয়েছিলেন শ্রেয়া। সূত্রের খবর, এবারের আইপিএল ফাইনালেও অনুষ্ঠিত হতে চলেছে ‘ক্লোজিং সেরিমনি’। আর মেগা ফাইনালেও নাকি মঞ্চ মাতাবেন শ্রেয়া।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৩জুন মেগা ফাইনালে হাজির থাকবেন শ্রেয়া ঘোষাল। তবে, শ্রেয়া ছাড়া বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্দেজের নামও উঠে আসছে এদিন প্রদর্শন করার জন্য। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের অন্তদ্বন্ধের জন্যই বদলে গিয়েছে গ্রুপ লীগ ও প্লে-অফের ভ্যানু। গ্রুপ লীগের জন্য ৬টি এবং প্লে-অফের জন্য ২টি ভ্যানু বেছে নিয়েছে বিসিসিআই। তবে, গত চার বছরে এই নিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।