ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল (IPL 2025) বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হিসাবে জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টে দেশ-বিদেশের বহু ক্রিকেটার প্রতি বছর অংশগ্রহণ করে থাকেন। শেষ মরসুম পর্যন্ত রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো ক্রিকেটারদের উপস্থিতি এই টুর্নামেন্টকে সমৃদ্ধ করেছে। তবে আইপিএলে এমন কিছু কলঙ্কময় ইতিহাস রয়ে গেছে যা মাঝেমধ্যে আলোচনায় উঠে আসে। শ্রীশান্তকে (S Sreesanth) হরভজন সিংয়ের (Harbhajan Singh) চড় মারার ভিডিও নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। যা নিয়ে শ্রীশান্তের স্ত্রী এবার সরব হলেন।
Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!
আবারও চর্চায় চড় কান্ড-

২০০৮ সালের আইপিএলে (IPL) শ্রীশান্ত এবং হরভজন মাঠের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। ভারতের কিংবদন্তী স্পিনার প্রতিপক্ষ দলের এই ক্রিকেটারের গালে ম্যাচ শেষে চড় বসিয়ে দেন। যা নিয়ে ক্রিকেট মলের রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। ১৭ বছর পর এই ঘটনার নতুন ভিডিও আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফলে জন্ম হয়েছে এক নতুন বিতর্কের। খোদ আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন ললিত মোদি (Lalit Modi) এই ভিডিওটি প্রকাশ করেছেন।
প্রাক্তন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের (Michael Clarke) সঙ্গে একটি পডকাস্টে ললিত মোদি (Lalit Modi) এই ভিডিওটি সামনে আনেন। তিনি বলেন, “ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। সব ক্যামেরাও বন্ধ ছিল। শুধুমাত্র চালু ছিল আমার একটি সিকিউরিটি ক্যামেরা। সেখানেই শ্রীশান্ত (S Sreesanth) ও ভাজ্জির বিতর্কিত ঘটনাটির ভিডিও রেকর্ড হয়ে যায়। হরভজন (Harbhajan Singh) উল্টো হাতে সপাটে চড় মেরেছিলেন। ১৮ বছর পর এই প্রথম সেই ভিডিও আমি প্রকাশ্যে আনলাম।”
দেখুন সেই ভিডিওটি-
সরব হলেন শ্রীশান্তের স্ত্রী-

নতুন ভিডিও প্রকাশ হলে আবারও ক্রিকেট মহলে হরভজন সিংয়ের (Harbhajan Singh) চড় মারার ঘটনাটি নিয়েআলোচনা চলছে। যা একেবারেই মেনে নিতে পারছেন না শ্রীশান্তের (S Shreesanth) স্ত্রী। ভুবনেশ্বরী কুমারী (Bhuvneshwari Kumari) এই বিষয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “জঘন্য, হৃদয়হীন এবং অমানবিক একটি কাজ। মাইকেল ক্লার্ক (Michael Clarke) এবং ললিত মোদি (Lolit Modi) আপনাদের লজ্জা হওয়া উচিত। ২০০৮ সালের একটি পুরনো ভিডিও শুধুমাত্র সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সবার সামনে আনলেন। শ্রীশান্ত এবং হরভজন দুজনেই সবসময় এই বিতর্কিত ঘটনা ভুলতে চেয়েছেন।
দুজনেরই সন্তানরা বর্তমানে বড়ো হয়েছে এবং স্কুলে যায়। চাপা পড়ে যাওয়া একটি ব্যথায় আপনারা আবার আঘাত করলেন। ১৮ বছর পর এই ঘটনা আবারও সামনে এনে আমাদের পরিবারের ওপর আঘাত করেছেন। যে মানসিক কষ্ট আমরা ভুলে যেতে চেয়েছিলাম আপনারা আবার সেটাকে বাড়িয়ে তুললেন। আমি সন্তানদের নিয়ে বেশি ভয় পাচ্ছি। তাদের আবার একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। শ্রীশান্তের সম্মানের বিষয়ে কোন ক্ষতি করতে পারবেন না। কিন্তু অন্যজনকে আঘাত করার আগে অন্তত পাপের ভয় পান।”